অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

২ খান্দাননামা 15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে আল্লাহ্‌র রূহ্‌ ওদেদের পুত্র অসরিয়ের উপরে অবতীর্ন হল, তাতে তিনি আসার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন,

2. গিয়ে তাঁকে বললেন, হে আসা এবং হে এহুদার ও বিন্‌ইয়ামীনের লোকেরা, তোমরা আমার কথা শোন। তোমরা যতদিন মাবুদের সঙ্গে থাকবে ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন; আর যদি তোমরা তার খোঁজ কর তবে তিনি তোমাদেরকে তাঁর উদ্দেশ পেতে দেবেন; কিন্তু যদি তাঁকে ত্যাগ কর তবে তিনি তোমাদেরকে ত্যাগ করবেন।

3. ইসরাইল বহুকাল সত্যময় আল্লাহ্‌-বিহীন, শিক্ষাদায়ক ইমামবিহীন ও শরীয়তবিহীন ছিল;

4. কিন্তু সঙ্কটে যখন তারা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের প্রতি ফিরে এসে তাঁর খোঁজ করলো, তখন তিনি তাদেরকে তাঁর উদ্দেশ পেতে দিলেন।

5. সেই সময়ে কারো জন্য কোথাও যাওয়া-আসা করা নিরাপদ ছিল না, কারণ দেশ-নিবাসী সবাই খুব অশান্ত অবস্থায় ছিল।

6. তারা চূর্ণ হত, এক জাতি অন্য জাতিকে ও এক নগর অন্য নগরকে আঘাত করতো; কেননা আল্লাহ্‌ নানা রকম সঙ্কট দ্বারা তাদেরকে বিপদগ্রস্ত করতেন।

7. কিন্তু তোমরা বলবান হও, তোমাদের হাত শিথিল না হোক, কেননা তোমাদের কাজ পুরস্কৃত হবে।

8. যখন আসা এসব কথা, অর্থাৎ ওদেদ নবীর ভবিষ্যদ্বাণী শুনলেন, তখন তিনি সাহস পেয়ে এহুদা ও বিন্‌ইয়ামীনের সমস্ত দেশ থেকে এবং তিনি পর্বতময় আফরাহীম প্রদেশে যেসব নগর অধিকার করেছিলেন, সেসব নগর থেকে ঘৃণার বস্তুগুলো দূর করলেন এবং মাবুদের বারান্দার সম্মুখস্থ মাবুদের কোরবানগাহ্‌ মেরামত করলেন।

9. পরে তিনি সমস্ত এহুদা ও বিন্‌ইয়ামীন এবং তাদের মধ্যে প্রবাসী আফরাহীম, মানশা ও শিমিয়োন থেকে আগত লোকদেরকে একত্র করলেন; কেননা তাঁর আল্লাহ্‌ মাবুদ তাঁর সহবর্তী আছেন দেখে, ইসরাইল থেকে অনেক লোক এসে তাঁর পক্ষ গ্রহণ করেছিল।

10. আসার রাজত্বের পঞ্চদশ বছরের তৃতীয় মাসে লোকেরা জেরুশালেমে একত্র হল।

11. তারা যে সমস্ত দ্রব্য লুন্ঠন করে এনেছিল সেই সমস্ত থেকে সেই দিন সাত শত গরু ও সাত হাজার ভেড়া মাবুদের উদ্দেশে কোরবানী করলো।

12. আর তারা এই নিয়মে আবদ্ধ হল যে, নিজ নিজ সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণের সঙ্গে তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের খোঁজ করবে;

13. ছোট বা বড়, পুরুষ বা স্ত্রী, যে কেউ ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের খোঁজ না করবে, তার প্রাণদণ্ড হবে।

14. তারা উচ্চৈঃস্বরে জয়ধ্বনিপূর্বক তূরী ও শৃঙ্গ বাজিয়ে মাবুদের সাক্ষাতে শপথ করলো।

15. এই শপথে সমস্ত এহুদা আনন্দ করলো, কেননা তারা তাদের সমস্ত অন্তঃকরণের সঙ্গে শপথ করেছিল; এবং সম্পূর্ণ বাসনার সঙ্গে মাবুদের খোঁজ করাতে তিনি তাদেরকে তাঁর উদ্দেশ পেতে দিলেন; আর তিনি সমস্ত দিক থেকেই তাদেরকে বিশ্রাম দিলেন।

16. আর বাদশাহ্‌ আসার মা মাখা আশেরার একটি ভয়ঙ্কর মূর্তি তৈরি করেছিলেন বলে আসা তাঁকে মাতারাণীর পদ থেকে সরিয়ে দিলেন এবং আসা তাঁর সেই ভয়ঙ্কর মূর্তি কেটে চূর্ণ করলেন ও কিদ্রোণ স্রোতের ধারে তা পুড়িয়ে দিলেন।

17. কিন্তু ইসরাইলের মধ্য থেকে সমস্ত উচ্চস্থলী দূরীকৃত হল না; তবুও আসার অন্তঃকরণ সারাজীবন একাগ্র ছিল।

18. আর তিনি তাঁর পিতার পবিত্রীকৃত ও তাঁর নিজের পবিত্রীকৃত রূপা, সোনা ও সমস্ত পাত্র আল্লাহ্‌র গৃহে আনলেন।

19. আসার রাজত্বের পয়ঁত্রিশ বছর পর্যন্ত আর যুদ্ধ হল না।