ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 89:9-15 পবিত্র বাইবেল (SBCL)

9. ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।

10. তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।

11. মহাকাশ তোমার, জগৎও তোমার;এই পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।

12. উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের গান করে।

13. তোমার হাত ক্ষমতায় ভরা;তোমার হাতে রয়েছে শক্তি,তোমার ডান হাতের শক্তির তুলনা নেই।

14. সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে;ভালবাসা ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে।

15. ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে;হে সদাপ্রভু, তারা তোমার দয়ার দৃষ্টির আলোতেচলাফেরা করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গীতসংহিতা 89