অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56
  57. 57
  58. 58
  59. 59
  60. 60
  61. 61
  62. 62
  63. 63
  64. 64
  65. 65
  66. 66
  67. 67
  68. 68
  69. 69
  70. 70
  71. 71
  72. 72
  73. 73
  74. 74
  75. 75
  76. 76
  77. 77
  78. 78
  79. 79
  80. 80
  81. 81
  82. 82
  83. 83
  84. 84
  85. 85
  86. 86
  87. 87
  88. 88
  89. 89
  90. 90
  91. 91
  92. 92
  93. 93
  94. 94
  95. 95
  96. 96
  97. 97
  98. 98
  99. 99
  100. 100
  101. 101
  102. 102
  103. 103
  104. 104
  105. 105
  106. 106
  107. 107
  108. 108
  109. 109
  110. 110
  111. 111
  112. 112
  113. 113
  114. 114
  115. 115
  116. 116
  117. 117
  118. 118
  119. 119
  120. 120
  121. 121
  122. 122
  123. 123
  124. 124
  125. 125
  126. 126
  127. 127
  128. 128
  129. 129
  130. 130
  131. 131
  132. 132
  133. 133
  134. 134
  135. 135
  136. 136
  137. 137
  138. 138
  139. 139
  140. 140
  141. 141
  142. 142
  143. 143
  144. 144
  145. 145
  146. 146
  147. 147
  148. 148
  149. 149
  150. 150

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গীতসংহিতা 89 পবিত্র বাইবেল (SBCL)

ইষ্রাহীয় এথনের মস্কীল-গান।

1. আমি চিরকাল সদাপ্রভুর অটল ভালবাসার গান গাইব;বংশের পর বংশ ধরে সকলের সামনেতোমার বিশ্বস্ততার কথা জানাব।

2. আমি ঘোষণা করব যে, তোমার ভালবাসার কাজচিরকাল ধরে বৃদ্ধি পাচ্ছে;তোমার বিশ্বস্ততা স্বর্গেই তুমি স্থাপন করছ।

3. তুমি বলেছ, “আমার বাছাই করা লোকের জন্যআমি একটা ব্যবস্থা স্থাপন করেছি;আমার দাস দায়ূদের কাছে আমি এই শপথ করেছি,

4. ‘তোমার বংশকে আমি চিরকালের জন্য স্থাপন করব;বংশের পর বংশ ধরে তোমার সিংহাসন স্থির রাখব।’ ” [সেলা]

5. হে সদাপ্রভু, স্বর্গের সব কিছুতোমার সুন্দর মহান কাজের গুণগান করে,পবিত্র দূতদের মধ্যে তোমার বিশ্বস্ততার গৌরব করে।

6. স্বর্গের মধ্যে এমন কে আছেযাকে সদাপ্রভুর সংগে তুলনা করা যায়?স্বর্গদূতদের মধ্যে কে সদাপ্রভুর সমান?

7. পবিত্র দূতদের সভায় সকলে ঈশ্বরকে ভয় ও ভক্তি করে;তাঁর চারপাশের সকলের চেয়েতিনিই বেশী ভক্তিপূর্ণ ভয় জাগান।

8. হে সদাপ্রভু, সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর,কে আছে তোমার মত শক্তিমান, হে সদাপ্রভু?তোমার বিশ্বস্ততা তোমাকে ঘিরে রয়েছে।

9. ফুলে ওঠা সাগরের ঢেউ তোমার শাসনে থাকে;তার ঢেউ উঠলে তাকে তুমিই শান্ত কর।

10. তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।

11. মহাকাশ তোমার, জগৎও তোমার;এই পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।

12. উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের গান করে।

13. তোমার হাত ক্ষমতায় ভরা;তোমার হাতে রয়েছে শক্তি,তোমার ডান হাতের শক্তির তুলনা নেই।

14. সততা ও ন্যায়বিচারের উপর তোমার সিংহাসন দাঁড়িয়ে আছে;ভালবাসা ও বিশ্বস্ততা তোমার আগে আগে চলে।

15. ধন্য সেই লোকেরা, যারা সেই আনন্দের ধ্বনি চেনে;হে সদাপ্রভু, তারা তোমার দয়ার দৃষ্টির আলোতেচলাফেরা করে।

16. সারা দিন ধরে তোমাকে ঘিরেই তাদের আনন্দ;তোমার সততা তাদের উঁচুতে তোলে।

17. তুমিই তো তাদের শক্তির সৌন্দর্য;তোমার দয়াই আমাদের শক্তির শিং উঁচুতে তোলে।

18. আমাদের রাজাকে ইস্রায়েলের সেই পবিত্রজন নিযুক্ত করেছেন;আমাদের সেই ঢাল সদাপ্রভুরই নিযুক্ত।

19. একবার তুমি দর্শনে তোমার ভক্তদের বলেছিলে,“আমি এক বীরকে সাহায্য করেছি;লোকদের মধ্য থেকে একজনকে বেছে নিয়ে উঁচুতে তুলেছি।

20. আমার দাস দায়ূদকে আমি খুঁজে পেয়েছি;আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষেক করেছি।

21. আমার শক্তির হাত তার সংগে থাকবে;আমার হাতই তাকে শক্তি দান করবে।

22. কোন শত্রু তার উপরে উঠতে পারবে না;কোন দুষ্ট লোক তাকে অত্যাচার করতে পারবে না।

23. তার সামনেই আমি তার বিপক্ষদের চুরমার করে ফেলবআর যারা তাকে ঘৃণা করে তাদের আঘাত করব।

24. আমার বিশ্বস্ততা ও অটল ভালবাসা তার সংগে থাকবে;আমার নামেই তার শক্তির শিং উঁচুতে উঠবে।

25. আমি সাগরের উপরে আর নদীর উপরে তাকে ক্ষমতা দেব।

26. সে আমাকে ডেকে বলবে, ‘তুমিই আমার পিতা,আমার ঈশ্বর, আমার রক্ষাকারী পাহাড়।’

27. আমিও তাকে আমার প্রথম সন্তান করব;পৃথিবীর রাজাদের মধ্যে তাকে প্রধান করব।

28. চিরকাল তার প্রতি আমার ভালবাসা থাকবে;তারই জন্য আমার স্থাপন করা ব্যবস্থা অটল থাকবে।

29. আমি তার বংশকে চিরকাল স্থায়ী করব;যতদিন আকাশ থাকবে তার সিংহাসনও ততদিন থাকবে।

30. তার ছেলেরা যদি আমার নির্দেশ থেকে দূরে সরে যায়আর আমার আইন-কানুন মেনে না চলে,

31. যদি তারা আমার নিয়ম অমান্য করেআর আমার আদেশ পালন না করে,

32. তবে বেত মেরে আমি তাদের পাপের শাস্তি দেব,তাদের অন্যায়ের শাস্তি দেব।

33. কিন্তু আমার অটল ভালবাসাআমি তার উপর থেকে তুলে নেব না;আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।

34. আমার স্থাপন করা ব্যবস্থা আমি খেলাপ করব না;আমার মুখ যা বলেছে তা বদলাব না।

35. আমার পবিত্রতার শপথ করে আমি একবারই বলে রেখেছি-আমি দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না;

36. তার বংশ চিরকাল থাকবে;তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।

37. আকাশের বিশ্বস্ত সাক্ষী চাঁদের মততা চিরকালের জন্য স্থাপন করা হবে।” [সেলা]

38. কিন্তু তুমিই ত্যাগ করেছ, পায়ে ঠেলেছ;তোমার অভিষিক্ত লোকের প্রতি তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ।

39. তোমার দাসের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছতা তুমি পায়ে মাড়িয়েছ;তাঁর মুকুট তুমি মাটিতে ফেলে অশুচি করেছ।

40. তাঁর রক্ষা-দেয়াল তুমি ভেংগে দিয়েছ;তাঁর সব দুর্গ ধ্বংস করেছ।

41. যারা তাঁর দেশের পাশ দিয়ে যায় তারা তাঁর সব কিছু লুট করে;তাঁর প্রতিবেশী জাতিদের কাছে তিনি নিন্দার পাত্র হয়েছেন।

42. তুমি তাঁর বিপক্ষদের শক্তিশালী করেছ;তাঁর শত্রুদের আনন্দিত করেছ।

43. তুমি তাঁর তলোয়ার অকেজো করে দিয়েছ;তুমি যুদ্ধে তাঁকে টিকতে দাও নি।

44. তাঁর জাঁকজমক তুমি শেষ করে দিয়েছ;তাঁর সিংহাসন মাটিতে ফেলেছ।

45. তাঁর যৌবনের দিনগুলো তুমি কমিয়ে দিয়েছ,লজ্জা দিয়ে তাঁকে ঢেকে দিয়েছ। [সেলা]

46. হে সদাপ্রভু, আর কতকাল?চিরকালই কি তুমি নিজেকে লুকিয়ে রাখবে?আর কতকাল তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?

47. ভেবে দেখ আমার জীবনকাল কত ছোট;কি অসারতার জন্যই না তুমি মানুষকে সৃষ্টি করেছ!

48. কে সেই শক্তিশালী মানুষ, যে বেঁচেই থাকবে, মরবে না?এমন কে আছে, যে মৃতস্থানের হাত থেকেনিজেকে রক্ষা করতে পারবে? [সেলা]

49. হে প্রভু, কোথায় তোমার সেই আগেকার অটল ভালবাসা?তোমার বিশ্বস্ততার দরুন সেই ভালবাসার শপথতুমি দায়ূদের কাছে করেছিলে।

50. হে প্রভু, তোমার দাসদের যে অপমান করা হয়েছেতা তুমি মনে করে দেখ;মনে করে দেখ, অন্যান্য জাতির করা সেই অপমানকেমন করে আমি বুকে বয়ে বেড়াচ্ছি।

51. হে সদাপ্রভু, তোমার শত্রুরা সেই অপমান করেছে;অপমান করেছে তোমার অভিষিক্ত লোককেতাঁর প্রতিটি ব্যাপারে।