ওল্ড টেস্টামেন্ট

নববিধান

গণনাপুস্তক 1:1-15 পবিত্র বাইবেল (SBCL)

1. ইস্রায়েলীয়েরা মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে সদাপ্রভু সিনাই মরু-এলাকায় মিলন-তাম্বুর মধ্যে মোশির সংগে কথা বললেন। তিনি বললেন,

2-3. “তুমি বংশ ও পরিবার অনুসারে ইস্রায়েলীয়দের মধ্যে যে সমস্ত পুরুষের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছে তাদের নাম এক এক করে লিখে প্রত্যেকের দল অনুসারে তুমি ও হারোণ লোকদের গণনা করবে।

4. প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে লোক তোমাকে সাহায্য করবে, আর সেই লোকটিকে হতে হবে তার বংশের নেতা।

5. যারা তোমাকে সাহায্য করবে তাদের নাম হল রূবেণ-গোষ্ঠীর শদেয়ূরের ছেলে ইলীষূর,

6. শিমিয়োন-গোষ্ঠীর সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল,

7. যিহূদা-গোষ্ঠীর অম্মীনাদবের ছেলে নহশোন,

8. ইষাখর-গোষ্ঠীর সূয়ারের ছেলে নথনেল,

9. সবূলূন-গোষ্ঠীর হেলোনের ছেলে ইলীয়াব,

10. যোষেফের ছেলেদের মধ্যে ইফ্রয়িম-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে ইলীশামা আর মনঃশি-গোষ্ঠীর পদাহসূরের ছেলে গমলীয়েল,

11. বিন্যামীন-গোষ্ঠীর গিদিয়োনির ছেলে অবীদান,

12. দান-গোষ্ঠীর অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর,

13. আশের-গোষ্ঠীর অক্রণের ছেলে পগীয়েল,

14. গাদ-গোষ্ঠীর দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ,

15. আর নপ্তালি-গোষ্ঠীর ঐননের ছেলে অহীরঃ।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন গণনাপুস্তক 1