ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইষ্রা 2:53-60 পবিত্র বাইবেল (SBCL)

53. বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা;

54. নৎসীহ ও হটীফার বংশধরেরা।

55. শলোমনের চাকরদের বংশধরেরা: এরা হল সোটয়, হস্‌সোফেরত, পরূদা,

56. যালা, দর্কোন, গিদ্দেল,

57. শফটিয়, হটীল, পোখেরৎ-হৎসবায়ীম ও আমীরের বংশধরেরা।

58. উপাসনা-ঘরের সেবাকারীরা ও শলোমনের চাকরদের বংশধরেরা মোট তিনশো বিরানব্বই জন।

59. তেল্‌-মেলহ, তেল্‌-হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এলাকা থেকে যারা এসেছিল তারা ইস্রায়েলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না।

60. তারা হল দলায়, টোবিয় ও নকোদের বংশের ছ’শো বাহান্ন জন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইষ্রা 2