ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইষ্রা 2:42-50 পবিত্র বাইবেল (SBCL)

42. উপাসনা-ঘরের রক্ষীদের সংখ্যা মোট একশো ঊনচল্লিশ জন। এরা হল শল্লুম, আটের, টল্‌মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশের লোক।

43. উপাসনা-ঘরের সেবাকারীরা: এরা হল সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;

44. কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;

45. লবানা, হগাব ও অক্কূবের বংশধরেরা;

46-48. হাগব, শম্‌লয় ও হাননের বংধরেরা; গিদ্দেল, গহর ও রায়ার বংশধরেরা; রৎসীন, নকোদ ও গসমের বংশধরেরা;

49. উষ, পাসেহ ও বেষয়ের বংশধরেরা;

50. অস্না, মিয়ূনীম ও নফূষীমের বংশধরেরা;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইষ্রা 2