ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 11:18-23 পবিত্র বাইবেল (SBCL)

18. পেলগের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে রিয়ূর জন্ম হল।

19. রিয়ূর জন্মের পরে পেলগ আরও দু’শো নয় বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

20. রিয়ূর বত্রিশ বছর বয়সে তাঁর ছেলে সরূগের জন্ম হল।

21. সরূগের জন্মের পরে রিয়ূ আরও দু’শো সাত বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

22. সরূগের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে নাহোরের জন্ম হল।

23. নাহোরের জন্মের পরে সরূগ আরও দু’শো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 11