ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আদিপুস্তক 11:11-26 পবিত্র বাইবেল (SBCL)

11. অর্ফক্‌ষদের জন্মের পরে শেম আরও পাঁচশো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

12. অর্ফক্‌ষদের পঁয়ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে শেলহের জন্ম হল।

13. শেলহের জন্মের পরে অর্ফক্‌ষদ আরও চারশো তিন বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

14. শেলহের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে এবরের জন্ম হল।

15. এবরের জন্মের পরে শেলহ আরও চারশো তিন বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

16. এবরের চৌত্রিশ বছর বয়সে তাঁর ছেলে পেলগের জন্ম হল।

17. পেলগের জন্মের পরে এবর আরও চারশো ত্রিশ বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

18. পেলগের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে রিয়ূর জন্ম হল।

19. রিয়ূর জন্মের পরে পেলগ আরও দু’শো নয় বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

20. রিয়ূর বত্রিশ বছর বয়সে তাঁর ছেলে সরূগের জন্ম হল।

21. সরূগের জন্মের পরে রিয়ূ আরও দু’শো সাত বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

22. সরূগের ত্রিশ বছর বয়সে তাঁর ছেলে নাহোরের জন্ম হল।

23. নাহোরের জন্মের পরে সরূগ আরও দু’শো বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

24. নাহোরের উনত্রিশ বছর বয়সে তাঁর ছেলে তেরহের জন্ম হল।

25. তেরহের জন্মের পরে নাহোর আরও একশো উনিশ বছর বেঁচে ছিলেন। এর মধ্যে তাঁর আরও ছেলেমেয়ে হয়েছিল।

26. তেরহের সত্তর বছর বয়সের পর তাঁর ছেলে অব্রাম, নাহোর ও হারণের জন্ম হয়েছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আদিপুস্তক 11