ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রেরিত 2:46-47 কিতাবুল মোকাদ্দস (BACIB)

46. আর তারা প্রতিদিন বায়তুল-মোকাদ্দসে একসঙ্গে মিলিত হত এবং বাড়িতে রুটি ভেঙ্গে উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করতো; তারা আল্লাহ্‌র প্রশংসা করতো এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হল।

47. আর যারা নাজাত পাচ্ছিল, প্রভু দিন দিন তাদেরকে তাদের সঙ্গে সংযুক্ত করতেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত 2