ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রেরিত 15:13-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. তাঁদের কথা শেষ হলে পর ইয়াকুব জবাবে বললেন, ‘হে ভাইয়েরা, আমার কথা শোন।

14. আল্লাহ্‌ তাঁর নামের জন্য অ-ইহুদীদের মধ্য থেকে এক দল লোক গ্রহণ করবার জন্য কিভাবে প্রথমে তাদের তত্ত্ব নিয়েছিলেন তা শিমোন বর্ণনা করেছেন।

15. আর নবীদের কালাম তার সঙ্গে মিলে, যেমন লেখা আছে,

16. “এর পরে আমি ফিরে আসবো,দাউদের পড়ে যাওয়া কুটির পুনরায় গাঁথব,তার ধ্বংসস্থানগুলো পুনরায় গাঁথব,আর তা পুনরায় স্থাপন করবো;

17. যেন অবশিষ্ট লোকেরা প্রভুর খোঁজ করে,আর যে জাতিদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে,তারা সকলেও করে, প্রভু এই কথা বলেন,

18. তিনি অনেক কাল আগে থেকেই এসব বিষয় জানিয়ে দেন।”

19. অতএব আমার বিচার এই, অ-ইহুদীদের মধ্যে যারা আল্লাহ্‌র প্রতি ফিরে, তাদেরকে আমরা কষ্ট দেব না, কেবল তাদেরকে লিখে পাঠাব,

20. যেন তারা মূর্তি সংক্রান্ত নাপাকীতা, জেনা, গলা টিপে মারা প্রাণীর গোশ্‌ত এবং রক্ত, এসব থেকে পৃথক থাকে।

21. কেননা প্রতি নগরে অতি পূর্বকাল থেকে মূসার এমন লোক আছে, যারা তাঁকে তবলিগ করে, প্রতি বিশ্রামবারে মজলিস-খানায় মজলিস-খানায় তাঁর কিতাব পাঠ করা হচ্ছে।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত 15