ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 34:3-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

3. কিন্তু তোমার সঙ্গে অন্য কোন মানুষ উপরে না আসুক এবং এই পর্বতের কোথাও কোন মানুষ দেখা না যাক, আর গোমেষাদির পালও এই পর্বতের সম্মুখে না চরুক।

4. পরে মূসা প্রথম পাথরের মত দু’টি পাথরের ফলক খোদাই করলেন এবং মাবুদের হুকুম অনুসারে খুব ভোরে উঠে তুর পর্বতের উপরে গেলেন ও সেই দু’টি পাথরের ফলক হাতে করে নিলেন।

5. তখন মাবুদ মেঘে নেমে সেই স্থানে তাঁর সামনে দণ্ডায়মান হয়ে মাবুদের নাম ঘোষণা করলেন।

6. ফলত মাবুদ তাঁর সম্মুখ দিয়ে গমন করে ঘোষণা করলেন,‘মাবুদ, মাবুদ,স্নেহশীল ও কৃপাময় আল্লাহ্‌,ক্রোধ ধীর এবং অটল মহব্বতেও বিশ্বস্ততায় মহান;

7. হাজার হাজার পুরুষ পর্যন্ত অটলমহব্বত রক্ষাকারী।অপরাধের, অধর্মের ও গুনাহ্‌র ক্ষমাকারী;তবুও তিনি অবশ্য গুনাহ্‌র দণ্ড দেন;পুত্র পৌত্রদের উপরে, তৃতীয়ও চতুর্থ পুরুষ পর্যন্ত,তিনি পিতৃগণের অপরাধেরপ্রতিফল বর্তান।’

8. মূসা তখনই ভূমিতে উবুড় হয়ে সেজ্‌দা করলেন,

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 34