ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 1:1-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মিসর দেশ থেকে বনি-ইসরাইলরা বের হয়ে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে মাবুদ সিনাই মরুভূমিতে জমায়েত-তাঁবুতে মূসাকে বললেন,

2. তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুল, নাম ও সংখ্যা অনুসারে বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর প্রত্যেক পুরুষের সংখ্যা গণনা কর।

3. ইসরাইলের মধ্যে যুদ্ধে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যত পুরুষ গমনযোগ্য, তুমি ও হারুন তাদেরকে সৈন্য অনুসারে গণনা কর।

4. আর প্রত্যেক বংশ থেকে একেক জন, নিজ নিজ পিতৃ-কুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হবে।

5. আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে তাদের নাম এই— রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

6. শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের পুত্র শলূমীয়েল।

7. এহুদার পক্ষে অম্মীনাদবের পুত্র নহশোন।

8. ইষাখরের পক্ষে সূয়ারের পুত্র নথনেল।

9. সবূলূনের পক্ষে হেলোনের পুত্র ইলীয়াব।

10. ইউসুফের পুত্রদের মধ্যে আফরাহীমের পক্ষে অম্মীহূদের পুত্র ইলীশামা, মানশার পক্ষে পদাহসূরের পুত্র গমলীয়েল।

11. বিন্‌-ইয়ামীনের পক্ষে গিদিয়োনির পুত্র অবীদান।

12. দানের পক্ষে অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর।

13. আশেরের পক্ষে অক্রণের পুত্র পগীয়েল।

14. গাদের পক্ষে দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ।

15. নপ্তালীর পক্ষে ঐননের পুত্র অহীরঃ।

16. এরা মণ্ডলীর বেছে নেওয়া লোক, নিজ নিজ পিতৃবংশের নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের প্রধান।

17. তখন মূসা ও হারুন উল্লিখিত নামের ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 1