অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 1 কিতাবুল মোকাদ্দস (BACIB)

বনি-ইসরাইলদের প্রথম আদমশুমারী

1. মিসর দেশ থেকে বনি-ইসরাইলরা বের হয়ে আসার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে মাবুদ সিনাই মরুভূমিতে জমায়েত-তাঁবুতে মূসাকে বললেন,

2. তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুল, নাম ও সংখ্যা অনুসারে বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর প্রত্যেক পুরুষের সংখ্যা গণনা কর।

3. ইসরাইলের মধ্যে যুদ্ধে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যত পুরুষ গমনযোগ্য, তুমি ও হারুন তাদেরকে সৈন্য অনুসারে গণনা কর।

4. আর প্রত্যেক বংশ থেকে একেক জন, নিজ নিজ পিতৃ-কুলের প্রধান ব্যক্তি, তোমাদের সহকারী হবে।

5. আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে তাদের নাম এই— রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

6. শিমিয়োনের পক্ষে সূরীশদ্দয়ের পুত্র শলূমীয়েল।

7. এহুদার পক্ষে অম্মীনাদবের পুত্র নহশোন।

8. ইষাখরের পক্ষে সূয়ারের পুত্র নথনেল।

9. সবূলূনের পক্ষে হেলোনের পুত্র ইলীয়াব।

10. ইউসুফের পুত্রদের মধ্যে আফরাহীমের পক্ষে অম্মীহূদের পুত্র ইলীশামা, মানশার পক্ষে পদাহসূরের পুত্র গমলীয়েল।

11. বিন্‌-ইয়ামীনের পক্ষে গিদিয়োনির পুত্র অবীদান।

12. দানের পক্ষে অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর।

13. আশেরের পক্ষে অক্রণের পুত্র পগীয়েল।

14. গাদের পক্ষে দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ।

15. নপ্তালীর পক্ষে ঐননের পুত্র অহীরঃ।

16. এরা মণ্ডলীর বেছে নেওয়া লোক, নিজ নিজ পিতৃবংশের নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের প্রধান।

17. তখন মূসা ও হারুন উল্লিখিত নামের ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন।

18. আর দ্বিতীয় মাসের প্রথম দিনে সমস্ত মণ্ডলীকে একত্র করে বংশ ও পরিবার অনুযায়ী বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লোকদের নাম ও সংখ্যা অনুসারে তাদের গোষ্ঠী ও পিতৃকুল লিখলেন।

19. এভাবে মূসা মাবুদের হুকুম অনুসারে সিনাই মরুভূমিতে তাদেরকে গণনা করলেন।

20. ইসরাইলের প্রথমজাত রূবেণের সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

21. রূবেণ-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল ছেচল্লিশ হাজার পাঁচ শত।

22. শিমিয়োন-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের ও নাম ও সংখ্যা লেখা হল।

23. শিমিয়োন-বংশের গণনা-করা লোকের সংখ্যা ঊনষাট হাজার তিন শত।

24. গাদ-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

25. গাদ-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল পঁয়তাল্লিশ হাজার ছয় শত পঞ্চাশ।

26. এহুদা-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

27. শিমিয়োন-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল চুয়াত্তর হাজার ছয় শত।

28. ইষাখর-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমন যোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

29. ইষাখর-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল চুয়ান্ন হাজার চার শত।

30. সবূলূন-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

31. সবূলূন-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল সাতান্ন হাজার চার শত।

32. ইউসুফ-সন্তানদের মধ্যে আফরাহীম-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

33. আফরাহীম-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল চল্লিশ হাজার পাঁচ শত।

34. মানাশা-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

35. মানশা-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল বত্রিশ হাজার দুই শত।

36. বিন্‌ইয়ামীন-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

37. বিন্‌ইয়ামীন-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল পঁয়ত্রিশ হাজার চার শত।

38. দান-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

39. দান-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল বাষট্টি হাজার সাত শত।

40. আশের-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

41. আশের-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল একচল্লিশ হাজার পাঁচ শত।

42. নপ্তালি-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।

43. নপ্তালি-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল তিপ্পান্ন হাজার চার শত।

44. এসব লোককে মূসা ও হারুন এবং ইসরাইলের বারো জন নেতা অর্থাৎ নিজ নিজ পিতৃকুলের একেক জন নেতা গণনা করলেন।

45. নিজ নিজ পিতৃকুল অনুসারে বনি-ইসরাইল, অর্থাৎ বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক ইসরাইলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষ লোকদের গণনা করা হল।

46. তাদের গণনা-করা লোকদের সংখ্যা হল ছয় লক্ষ তিন হাজার পাঁচ শত পঞ্চাশ।

47. কিন্তু লেবীয়দের তাদের পিতৃ-বংশানুসারে তাদের মধ্যে গণনা করা হল না।

48. কেননা মাবুদ মূসাকে বলেছিলেন,

49. তুমি কেবল লেবি বংশের গণনা করো না এবং বনি-ইসরাইলদের মধ্যে তাদের সংখ্যা গ্রহণ করো না।

50. কিন্তু শরীয়ত-তাঁবু ও তার সমস্ত দ্রব্য ও তৎসংক্রান্ত সমস্ত বিষয়ের তত্ত্বাবধান করার জন্য লেবীয়দেরকে নিযুক্ত করো; তারা শরীয়ত-তাঁবু ও তার সমস্ত দ্রব্য বহন করবে এবং তারা তৎসংক্রান্ত পরিচর্যা করবে ও শরীয়ত-তাঁবুর চারদিকে শিবির স্থাপন করে থাকবে।

51. আর শরীয়ত-তাঁবু তুলবার সময়ে লেবীয়েরা তা খুলবে এবং শরীয়ত-তাঁবু স্থাপনের সময়ে লেবীয়েরা তা স্থাপন করবে; অন্য গোষ্ঠীর লোক তার কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।

52. আর বনি-ইসরাইল নিজ নিজ সৈন্য অনুসারে নিজ নিজ শিবিরে নিজ নিজ নিশানের কাছে শিবির স্থাপন করবে।

53. কিন্তু বনি-ইসরাইলদের মণ্ডলীর প্রতি যেন গজব নেমে না আসে, সেজন্য সাক্ষ্যের শরীয়ত-তাঁবুর চারদিকে লেবীয়েরা শিবির স্থাপন করবে এবং লেবীয়েরা সাক্ষ্যের শরীয়ত-তাঁবুর প্রতি তাদের কর্তব্য পালন করবে।

54. বনি-ইসরাইলরা তা-ই করলো; মাবুদ মূসাকে যা যা হুকুম করেছিলেন সেই অনুসারে তারা সমস্ত কিছুই করলো।