ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লেবীয় 25:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. কিন্তু সপ্তম বছর ভূমি বিশ্রাম নেবে, তা মাবুদের উদ্দেশে বিশ্রামকাল হবে; তুমি তোমার ক্ষেতে বীজ বপন করো না ও তোমার আঙ্গুরলতা ছেঁটো না;

5. তুমি তার ক্ষেতের নিজে থেকে উৎপন্ন শস্য কাটবে না ও আঝোড়া আঙ্গুরলতার ফল সংগ্রহ করবে না; তা ভূমির বিশ্রামের বছর হবে।

6. আর ভূমির বিশ্রাম তোমাদের খাদ্যের জন্য হবে; ভূমির সমস্ত দ্রব্যই তোমার, তোমার গোলাম ও বাঁদীর, তোমার বেতনজীবী ভৃত্য ও তোমার সহবাসী বিদেশীর,

7. এবং তোমার পশু ও তোমার দেশের বন্য পশুর খাদ্যের জন্য হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় 25