ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 18:7-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. হীনবুদ্ধির মুখ তার সর্বনাশজনক,তার ঠোঁট তারই প্রাণের ফাঁদ।

8. গুজবের কথা মিষ্টান্নের মত,তা অন্তরের অন্তঃপুরে নেমে যায়।

9. যে ব্যক্তি তার কাজে অলস,সে বিনাশকের সহোদর।

10. মাবুদের নাম দৃঢ় উচ্চগৃহ;ধার্মিক তারই মধ্যে পালিয়ে রক্ষা পায়।

11. ধনবানের ধনই তার দৃঢ় নগর,তার বোধে তা উঁচু প্রাচীর।

12. বিনাশের আগে মানুষের মন গর্বিত হয়,আর সম্মানের আগে নম্রতা থাকে।

13. শুনবার আগেই যে জবাব দেয়,তা তার পক্ষে অজ্ঞানতা ও লজ্জা।

14. মানুষের রূহ্‌ তার অসুস্থতা সইতে পারে,কিন্তু ভাঙ্গা মন কে বহন করতে পারে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 18