ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 15:7-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

7. জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়িয়ে দেয়;কিন্তু হীনবুদ্ধিদের অন্তর স্থির নয়।

8. দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়;কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।

9. দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ;কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।

10. অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে;যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে।

11. পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর;তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?

12. নিন্দুক তিরস্কার ভালবাসে না;সে জ্ঞানবানের কাছে যায় না।

13. আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,কিন্তু মনের ব্যথায় রূহ্‌ ভগ্ন হয়।

14. বুদ্ধিমানের মন জ্ঞান খোঁজ করে;কিন্তু হীনবুদ্ধিদের মুখ মাত্র অজ্ঞানতা খায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 15