অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।

2. জ্ঞানীদের জিহ্বা উত্তমরূপে জ্ঞান ব্যক্ত করে;কিন্তু হীনবুদ্ধিদের মুখ অজ্ঞানতা উদ্‌গার করে।

3. মাবুদের চোখ সমস্ত জায়গায়ই আছে,তা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে।

4. নিরাময়কারী জিহ্বা জীবন-বৃক্ষ;কিন্তু তা বিগড়িয়ে গেলে রূহ্‌ ভগ্ন হয়।

5. অজ্ঞান তার পিতার শাসন অগ্রাহ্য করে;কিন্তু যে তিরস্কার মানে, সেই সতর্ক হয়।

6. ধার্মিকের বাড়িতে মহাধন থাকে;কিন্তু দুষ্টের আয়ে উদ্বেগ থাকে।

7. জ্ঞানবানদের ওষ্ঠাধর জ্ঞান ছড়িয়ে দেয়;কিন্তু হীনবুদ্ধিদের অন্তর স্থির নয়।

8. দুষ্টদের কোরবানী মাবুদের ঘৃণার বিষয়;কিন্তু সরলদের মুনাজাত তাঁর সন্তোষজনক।

9. দুষ্টদের পথ মাবুদের ঘৃণাস্পদ;কিন্তু তিনি ধার্মিকতার অনুগামীকে ভালবাসেন।

10. অসৎ পথের পথিকের জন্য দুঃখদায়ক শাস্তি আছে;যে তিরস্কার ঘৃণা করে, সে মরবে।

11. পাতাল ও বিনাশস্থান মাবুদের দৃষ্টিগোচর;তবে বনি-আদমদের হৃদয়ও কি তদ্রূপ নয়?

12. নিন্দুক তিরস্কার ভালবাসে না;সে জ্ঞানবানের কাছে যায় না।

13. আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে,কিন্তু মনের ব্যথায় রূহ্‌ ভগ্ন হয়।

14. বুদ্ধিমানের মন জ্ঞান খোঁজ করে;কিন্তু হীনবুদ্ধিদের মুখ মাত্র অজ্ঞানতা খায়।

15. দুঃখীর সকল দিনই অশুভ;কিন্তু যার হৃষ্টমন, তার সততই ভোজ।

16. মাবুদের ভয়ের সঙ্গে অল্পও ভাল,তবু উদ্বেগের সঙ্গে প্রচুর ধন ভাল নয়।

17. ভালবাসার সঙ্গে শাক খাওয়া ভাল,তবু দ্বেষভাবের সঙ্গে পুষ্ট গরু ভাল নয়।

18. যে ব্যক্তি ক্রোধী, সে অপরকে বিবাদে উত্তেজিত করে;কিন্তু যে ক্রোধে ধীর, সে ঝগড়া ক্ষান্ত করে।

19. অলসের পথ কাঁটার বেড়ার মত;কিন্তু সরলদের পথ রাজপথ।

20. জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়;কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।

21. নির্বোধ অজ্ঞানতায় আনন্দ করে,কিন্তু বুদ্ধিমান লোক সরল পথে চলে।

22. মন্ত্রণার অভাবে সমস্ত সঙ্কল্প ব্যর্থ হয়;কিন্তু অনেক মন্ত্রীর দরুন সেসব সুস্থির হয়।

23. মানুষ তার মুখের উত্তরে আনন্দ পায়;আর ঠিক সময়ে বলা কথা কেমন উত্তম।

24. বুদ্ধিমানের জন্য জীবনের পথ ঊর্ধ্বগামী,যেন সে অধঃস্থিত পাতাল থেকে সরে যায়।

25. মাবুদ অহঙ্কারীদের বাড়ি উপড়ে ফেলেন,কিন্তু বিধবার সীমানা স্থির রাখেন।

26. কুসঙ্কল্পগুলো মাবুদের ঘৃণাস্পদ,কিন্তু মনোহর সমস্ত কথা পাক-পবিত্র।

27. ধনলোভী তার নিজের পরিজনের কাছে কাঁটার মত;কিন্তু যে ঘুষ ঘৃণা করে, সে জীবিত থাকে।

28. ধার্মিকের মন উত্তর দেবার জন্য চিন্তা করে;কিন্তু দুষ্টদের মুখ হিংসার কথা উদ্‌গার করে।

29. মাবুদ দুষ্টদের থেকে দূরে থাকেন,কিন্তু তিনি ধার্মিকদের মুনাজাত শুনেন।

30. চোখের জ্যোতি চিত্তকে আনন্দিত করে,মঙ্গল-সমাচার সমস্ত অস্থি পুষ্ট করে।

31. যার কান জীবনদায়ক তিরস্কার শোনে,সে জ্ঞানীদের মধ্যে অবস্থান করবে।

32. যে শাসন অমান্য করে, সে তার প্রাণকে তুচ্ছ করে;কিন্তু যে তিরস্কার শোনে, সে বুদ্ধি উপার্জন করে।

33. মাবুদের ভয় প্রজ্ঞার শাসন,আর সম্মানের আগে নম্রতা থাকে।