ওল্ড টেস্টামেন্ট

নববিধান

পয়দায়েশ 30:41-43 কিতাবুল মোকাদ্দস (BACIB)

41. আর বলবান সমস্ত পশু যেন ডালের কাছে গর্ভধারণ করে, এজন্য চৌবাচ্চার মধ্যে পশুদের সম্মুখে ঐ ডাল রাখতেন;

42. কিন্তু দুর্বল পশুদের সম্মুখে রাখতেন না। তাতে দুর্বল পশুগুলো লাবনের ও বলবান পশুগুলো ইয়াকুবের হত।

43. আর ইয়াকুব খুব ধনী হয়ে উঠলেন। তাঁর পশু ও গোলাম-বাঁদী এবং উট ও গাধা ছিল যথেষ্ট।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন পয়দায়েশ 30