ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 78:12-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. তিনি তাদের পূর্বপুরুষদের সাক্ষাতে নানা অলৌকিক কাজ করেছিলেন।মিসর দেশে, সোয়নের মাঠে করেছিলেন।

13. তিনি সমুদ্রকে বিভক্ত করে তাদেরকে পার করিয়েছিলেন,পানিকে স্তূপাকারে দাঁড় করিয়েছিলেন।

14. তিনি তাদেরকে পথ দেখাতেন, দিনে মেঘ দ্বারা,এবং সমস্ত রাত আগুনের আলো দ্বারা।

15. তিনি মরুভূমির মধ্যে শৈল বিদীর্ণ করলেন,তাদেরকে যেন জলধি থেকে প্রচুর পানি পান করালেন।

16. তিনি শৈল থেকে স্রোত বের করলেন,নদীর মত পানি বহালেন।

17. তখনও তারা বারে বারে তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করলো,মরুভূমিতে সর্বশক্তিমানের বিদ্রোহী হল;

18. তারা মনে মনে আল্লাহ্‌র পরীক্ষা করলো,নিজেদের অভিলাষ পূরণ করার জন্য খাদ্য চাইল।

19. আর তারা আল্লাহ্‌র বিরুদ্ধে কথা বললো,বললো, আল্লাহ্‌ কি মরুভূমিতে টেবিল সাজিয়ে দিতে পারেন?

20. দেখ, তিনি শৈলকে আঘাত করলে পানির স্রোত বইল,স্রোতধারা প্রবাহিত হল;তিনি কি অন্নও দিতে পারেন?তাঁর লোকদের জন্য কি গোশ্‌ত যোগাবেন?

21. অতএব মাবুদ তা শুনে ক্রুদ্ধ হলেন;ইয়াকুবের বিরুদ্ধে আগুন প্রজ্বলিত হল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;

22. কেননা আল্লাহ্‌র উপরে তাদের ঈমান ছিল না,তাঁর উদ্ধারের শক্তিতে নির্ভর করতো না।

23. তবু তিনি উপরিস্থ মেঘমালাকে হুকুম দিলেন,আসমানের সমস্ত দরজা খুলে দিলেন।

24. তিনি খাদ্যের জন্য তাদের উপরে মান্না বর্ষণ করলেন,তাদেরকে বেহেশতের শস্য দিলেন।

25. মানুষ ফেরেশতাদের খাদ্য ভোজন করলো;তিনি তাদের তৃপ্তি পর্যন্ত খাদ্য পাঠালেন।

26. তিনি আসমানে পূর্বীয় বায়ু বহালেন,নিজের পরাক্রমে দখিনা বায়ু চালালেন।

27. তিনি তাদের উপরে মাংসকে ধূলিকণার মত,পাখাওয়ালা পাখিগুলো সমুদ্রের বালির মত বর্ষণ করলেন।

28. তিনি তা তাদের শিবিরের মধ্যে,তাদের আবাসগুলোর চারপাশে, পড়তে দিলেন।

29. তখন তারা ভোজন করে পরিতৃপ্ত হল;তিনি তাদের অভীষ্ট বস্তু তাদেরকে দিলেন;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 78