ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 106:5-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি,যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি,যেন তোমার অধিকারের সঙ্গে শ্লাঘা করি।

6. পূর্বপুরুষদের সঙ্গে আমরা গুনাহ্‌ করেছি,আমরা অপরাধী হয়েছি, অধর্ম করেছি।

7. আমাদের পূর্বপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য সমস্ত কাজ বুঝল না,তোমার বহু অটল মহব্বত স্মরণ করলো না,বরং সমুদ্রতীরে, লোহিত সাগরে, সর্বশক্তিমানের বিরুদ্ধাচরণ করলো।

8. তবুও তিনি তাঁর নামের অনুরোধে তাদেরকে উদ্ধার করলেন,যেন তিনি তাঁর মহাশক্তির কথা জানাতে পারেন।

9. তিনি লোহিত সাগরকে ধমক দিলেন, আর তা শুকিয়ে গেল,তিনি তাদেরকে পানির মধ্য দিয়ে চালালেন,যেমন মরুভূমি দিয়ে চালায়।

10. আর তিনি বিদ্বেষীর হাত থেকে তাদেরকে উদ্ধার করলেন,দুশমনের হাত থেকে তাদেরকে মুক্ত করলেন;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 106