ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 106:14-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

14. কিন্তু মরুভূমিতে অত্যন্ত লোভ করলো,মরুভূমিতে আল্লাহ্‌র পরীক্ষা করলো।

15. তাতে তিনি তাদের প্রার্থিত বস্তু তাদেরকে দিলেন,কিন্তু তাদের মধ্যে ধ্বংসকারী একটি ব্যাধিও পাঠালেন।

16. আরও তারা শিবিরের মধ্যে মূসার প্রতি,ও মাবুদের পবিত্র লোক হারুনের প্রতি ঈর্ষা করলো।

17. ভূমি ফেটে গিয়ে দাথনকে গ্রাস করলো,অবীরামের সঙ্গীদেরকে আচ্ছাদন করলো।

18. তাদের সঙ্গীদের মধ্যে আগুন জ্বলে উঠলো;অনল-শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেললো।

19. তারা হোরেবে একটি বাছুর তৈরি করলো,ছাঁচে ঢালা মূর্তির কাছে সেজ্‌দা করলো।

20. এভাবে তৃণভোজী গরুর মূর্তির সঙ্গেতারা নিজেদের গৌরব বিনিময় করলো।

21. তারা তাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌কে ভুলে গেল,যিনি মিসরে বিবিধ মহৎ কাজ করেছিলেন;

22. হামের দেশে নানা অলৌকিক কাজ,লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করেছিলেন।

23. অতএব তিনি বললেন, ওদেরকে সংহার করতে হবে;কিন্তু তাঁর মনোনীত ব্যক্তি মূসা তাঁর সাক্ষাতে ভঙ্গস্থানে দাঁড়ালেন,তাঁর ক্রোধ ফিরাবার জন্য দাঁড়ালেন,পাছে তিনি তাদেরকে বিনাশ করেন।

24. আর তারা রমণীয় দেশ তুচ্ছ করলো,তাঁর কালামে বিশ্বাস করলো না;

25. কিন্তু নিজ নিজ তাঁবুর মধ্যে বচসা করলো,মাবুদের কথা মান্য করলো না।

26. অতএব তিনি তাদের বিরুদ্ধে হাত তুললেন,বললেন, আমি ওদেরকে মরুভূমিতে নিপাত করবো,

27. আমি ওদের বংশকে জাতিদের মধ্যে নিপাত করবো,ওদেরকে নানা দেশে ছিন্নভিন্ন করবো।

28. তারা বাল-পিয়োরের প্রতি আসক্ত হল,মৃতদের উদ্দেশে করা উৎসর্গ ভোজন করলো।

29. এভাবে তারা নিজ নিজ কাজ দ্বারা তাঁকে অসন্তুষ্ট করলো;তাই তাদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাব হল।

30. তখন পীনহস দাঁড়িয়ে বিচার সাধন করলেন,তাতে মহামারী নিবৃত্ত হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 106