ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর শরীফ 106:1-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. মাবুদের প্রশংসা হোক!মাবুদের প্রশংসা-গজল কর,কেননা তিনি মঙ্গলময়,তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।

2. কে মাবুদের বিক্রমের সমস্ত কাজ বর্ণনা করতে পারে?কে তাঁর সমস্ত প্রশংসা তবলিগ করতে পারে?

3. সুখী তারা, যারা ন্যায় রক্ষা করে,যারা সতত ধর্মময়তা বজায় রাখে।

4. হে মাবুদ, তোমার লোকদের প্রতি তোমার যে মমতা,সেই মমতায় আমাকে স্মরণ কর;যখন তুমি তাদের উদ্ধার কর তখন আমার তত্ত্ব নিও;

5. যেন আমি তোমার মনোনীত লোকদের মঙ্গল দেখি,যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি,যেন তোমার অধিকারের সঙ্গে শ্লাঘা করি।

6. পূর্বপুরুষদের সঙ্গে আমরা গুনাহ্‌ করেছি,আমরা অপরাধী হয়েছি, অধর্ম করেছি।

7. আমাদের পূর্বপুরুষেরা মিসরে তোমার আশ্চর্য সমস্ত কাজ বুঝল না,তোমার বহু অটল মহব্বত স্মরণ করলো না,বরং সমুদ্রতীরে, লোহিত সাগরে, সর্বশক্তিমানের বিরুদ্ধাচরণ করলো।

8. তবুও তিনি তাঁর নামের অনুরোধে তাদেরকে উদ্ধার করলেন,যেন তিনি তাঁর মহাশক্তির কথা জানাতে পারেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর শরীফ 106