ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 21:33-44 কিতাবুল মোকাদ্দস (BACIB)

33. নিজ নিজ গোষ্ঠী অনুসারে গের্শোনীয়েরা সবসুদ্ধ চারণ-ভূমির সঙ্গে এই তেরোটি নগর পেল।

34. পরে তারা মরারিয়দের গোষ্ঠীগুলোর অর্থাৎ অবশিষ্ট লেবীয়দেরকে সবূলূন-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে যক্মিয়াম, চারণ-ভূমির সঙ্গে কার্তা,

35. চারণ-ভূমির সঙ্গে দিম্না ও চারণ-ভূমির সঙ্গে নহলোল এই চারটি নগর দিল।

36. আর রূবেণ-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে বেৎসর,

37. চারণ-ভূমির সঙ্গে যহস, চারণ-ভূমির সঙ্গে কদেমোৎ ও চারণ-ভূমির সঙ্গে মেপাৎ, এই চারটি নগর দিল।

38. আর গাদ-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ,

39. এবং চারণ-ভূমির সঙ্গে মহনয়িম, চারণ-ভূমির সঙ্গে হিষ্‌বেণ ও চারণ-ভূমির সঙ্গে যাসের, সর্ব মোট এই চারটি নগর দিল।

40. এভাবে লেবীয়দের অবশিষ্ট সমস্ত গোষ্ঠী, অর্থাৎ মরারিয়রা নিজ নিজ গোষ্ঠী অনুসারে গুলি-বাঁট দ্বারা সবসুদ্ধ বারোটি নগর পেল।

41. বনি-ইসরাইলদের অধিকারের মধ্যে চারণ-ভূমির সঙ্গে সবসুদ্ধ আটচল্লিশটি নগর লেবীয়দের হল।

42. সেসব নগরের মধ্যে প্রত্যেক নগরের চারদিকে চারণ-ভূমি ছিল; সেসব নগরেরই এরকম ছিল।

43. মাবুদ লোকদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয় শপথ করেছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইসরাইলকে দিলেন এবং তারা তা অধিকার করে নেসে সেখানে বাস করলো।

44. মাবুদ তাদের পূর্বপুরুষদের কাছে কৃত তাঁর সমস্ত কসম অনুসারে চারদিকে তাদের বিশ্রাম দিলেন; তাদের সমস্ত দুশমনের মধ্যে কেউই তাদের সম্মুখে দাঁড়াতে পারল না; মাবুদ তাদের সমস্ত দুশমনকে তাদের হাতে অর্পণ করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 21