অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

লেবীয়দের প্রাপ্য নগরগুলো

1. পরে লেবীয়দের পিতৃকুলপতিরা ইলিয়াসর ইমামের, নূনের পুত্র ইউসার ও বনি-ইসরাইলদের বংশগুলোর পিতৃকুলপতিদের কাছে আসলেন,

2. ও কেনান দেশের শীলোতে তাঁদের বললেন, আমাদের বাস করার নগর ও পশুদের জন্য চারণ-ভূমি দেবার হুকুম মাবুদ মূসা দ্বারা দিয়েছিলেন।

3. তাতে মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইল নিজ নিজ অধিকার থেকে লেবীয়দেরকে এ সব নগর ও সেগুলোর চারণ-ভূমি দিল।

4. কহাতীয় গোষ্ঠীগুলোর নামে গুলি উঠলো; তাতে লেবীয়দের মধ্যে ইমাম হারুনের সন্তানেরা গুলিবাঁট দ্বারা এহুদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্‌ইয়ামীন-বংশ থেকে তেরটি নগর পেল।

5. আর কহাতের অবশিষ্ট সন্তানেরা গুলিবাঁট দ্বারা আফরাহীম-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং দান বংশ ও মানশার অর্ধেক বংশ থেকে দশটি নগর পেল।

6. আর গোর্শোনের বংশধরদের গুলিবাঁট দ্বারা ইষাখর-বংশের গোষ্ঠীগুলো থেকে এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মানশার অর্ধেক বংশ থেকে তেরটি নগর পেল।

7. আর মরারি বংশের লোকেরা নিজ নিজ গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ থেকে বারোটি নগর পেল।

8. এভাবে বনি-ইসরাইল গুলিবাঁট করে লেবীয়দেরকে এসব নগর ও সেগুলোর চারণ-ভূমি দিল, যেমন মাবুদ মূসার দ্বারা হুকুম দিয়েছিলেন।

9. তারা এহুদা-বংশের লোকদের বংশ ও শিমিয়োন-বংশের অধিকার থেকে এই এই নামবিশিষ্ট নগর দিল।

10. লেবির সন্তান কহাতীয় গোষ্ঠীগুলোর মধ্যবর্তী হারুন-সন্তানদের সেসব হল; কেননা তাদের নামে প্রথম গুলি উঠলো।

11. ফলত তারা অনাকের পিতা অর্বের কিরিয়ৎ-অর্ব, অর্থাৎ পর্বতময় এহুদা প্রদেশস্থ হেবরন ও তার চারদিকের চারণ-ভূমি তাদের দিল।

12. কিন্তু ঐ নগরের ক্ষেত ও গ্রামগুলো তারা অধিকার হিসেবে যিফুন্নির পুত্র কালুতকে দিল।

13. তারা ইমাম হারুনের সন্তানদের চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়নগর হেবরন দিল; এবং চারণ-ভূমির সঙ্গে লিবনা,

14. চারণ-ভূমির সঙ্গে যত্তীর, চারণ-ভূমির সঙ্গে ইষ্টমোয়,

15. চারণ-ভূমির সঙ্গে হোলোন, চারণ-ভূমির সঙ্গে দবীর,

16. চারণ-ভূমির সঙ্গে ঐন, চারণ-ভূমির সঙ্গে যুটা ও চারণ-ভূমির সঙ্গে বৈৎ-শেমশ, ঐ দুই বংশের অধিকার থেকে এই নয়টি নগর দিল।

17. আর বিন্‌ইয়ামীন-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে গিবিয়োন, চারণ-ভূমির সঙ্গে গেবা,

18. চারণ-ভূমির সঙ্গে অনাথোৎ ও চারণ-ভূমির সঙ্গে অলমোন এই চারটি নগর দিল।

19. সর্বমোট চারণ-ভূমির সঙ্গে তেরটি নগর হারুন-সন্তান ইমামদের অধিকার হল।

20. আর কহাতের অবশিষ্ট সন্তানেরা অর্থাৎ কহাতীয়রা লেবীয়দের গোষ্ঠীগুলো আফরাহীম বংশের অধিকার থেকে তাদের প্রাপ্য নগর পেল।

21. ফলত নরহন্তার আশ্রয়-নগর পর্বতময় আফরাহীম প্রদেশস্থ শিখিম ও তার চারণ-ভূমি এবং চারণ-ভূমির সঙ্গে গেষর;

22. ও চারণ-ভূমির সঙ্গে কিবসয়িম ও চারণ-ভূমির সঙ্গে বৈৎ-হোরোণ; এই চারটি নগর তারা তাদের দিল।

23. আর দান-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে ইলতকী, চারণ-ভূমির সঙ্গে গিব্বথোন,

24. চারণ-ভূমির সঙ্গে অয়ালোন ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই চারটি নগর দিল।

25. আর মানশার অর্ধেক বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে তানক ও চারণ-ভূমির সঙ্গে গাৎ-রিম্মোণ, এই দু’টি নগর দিল।

26. কহাতের অবশিষ্ট সন্তানদের গোষ্ঠীগুলোর জন্য সবসুদ্ধ চারণ-ভূমির সঙ্গে এই দশটি নগর দিল।

27. পরে তারা লেবীয়দের গোষ্ঠীগুলোর মধ্যে গের্শোনীয়দেরকে মানশার অর্ধেক বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলান এবং চারণ-ভূমির সঙ্গে বীষ্টরা, এই দু’টি নগর দিল।

28. আর ইষাখর-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে কিশিয়োন, চারণ-ভূমির সঙ্গে দাবরৎ,

29. চারণ-ভূমির সঙ্গে যর্মূৎ ও চারণ-ভূমির সঙ্গে ঐন্‌-গন্নীম; এই চারটি নগর দিল।

30. আর আশের-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে মিশাল, চারণ-ভূমির সঙ্গে আব্দোন,

31. চারণ-ভূমির সঙ্গে হিল্‌কৎ ও চারণ-ভূমির সঙ্গের হোব; এই চারটি নগর দিল।

32. আর নপ্তালি-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়— নগর গালীলস্থ কেদশ এবং চারণ-ভূমির সঙ্গে হম্মোৎ দোর ও চারণ-ভূমির সঙ্গে কর্তন, এই তিনটি নগর দিল।

33. নিজ নিজ গোষ্ঠী অনুসারে গের্শোনীয়েরা সবসুদ্ধ চারণ-ভূমির সঙ্গে এই তেরোটি নগর পেল।

34. পরে তারা মরারিয়দের গোষ্ঠীগুলোর অর্থাৎ অবশিষ্ট লেবীয়দেরকে সবূলূন-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে যক্মিয়াম, চারণ-ভূমির সঙ্গে কার্তা,

35. চারণ-ভূমির সঙ্গে দিম্না ও চারণ-ভূমির সঙ্গে নহলোল এই চারটি নগর দিল।

36. আর রূবেণ-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে বেৎসর,

37. চারণ-ভূমির সঙ্গে যহস, চারণ-ভূমির সঙ্গে কদেমোৎ ও চারণ-ভূমির সঙ্গে মেপাৎ, এই চারটি নগর দিল।

38. আর গাদ-বংশের অধিকার থেকে চারণ-ভূমির সঙ্গে নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ,

39. এবং চারণ-ভূমির সঙ্গে মহনয়িম, চারণ-ভূমির সঙ্গে হিষ্‌বেণ ও চারণ-ভূমির সঙ্গে যাসের, সর্ব মোট এই চারটি নগর দিল।

40. এভাবে লেবীয়দের অবশিষ্ট সমস্ত গোষ্ঠী, অর্থাৎ মরারিয়রা নিজ নিজ গোষ্ঠী অনুসারে গুলি-বাঁট দ্বারা সবসুদ্ধ বারোটি নগর পেল।

41. বনি-ইসরাইলদের অধিকারের মধ্যে চারণ-ভূমির সঙ্গে সবসুদ্ধ আটচল্লিশটি নগর লেবীয়দের হল।

42. সেসব নগরের মধ্যে প্রত্যেক নগরের চারদিকে চারণ-ভূমি ছিল; সেসব নগরেরই এরকম ছিল।

43. মাবুদ লোকদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয় শপথ করেছিলেন, সেই সমগ্র দেশ তিনি ইসরাইলকে দিলেন এবং তারা তা অধিকার করে নেসে সেখানে বাস করলো।

44. মাবুদ তাদের পূর্বপুরুষদের কাছে কৃত তাঁর সমস্ত কসম অনুসারে চারদিকে তাদের বিশ্রাম দিলেন; তাদের সমস্ত দুশমনের মধ্যে কেউই তাদের সম্মুখে দাঁড়াতে পারল না; মাবুদ তাদের সমস্ত দুশমনকে তাদের হাতে অর্পণ করলেন।

45. মাবুদ ইসরাইল-কুলের কাছে যেসব মঙ্গলের কথা বলেছিলেন, তার মধ্যে একটি কথাও নিষ্ফল হল না; সবই সফল হল।