ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 4:2-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

2. তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করলেতুমি কি কাতর হবে?কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?

3. দেখ, তুমি অনেককে শিক্ষা দিয়েছ,তুমি দুর্বল হাত সবল করেছ।

4. তোমার কথা উচোট খাওয়া লোককে উঠিয়েছে,তুমি দুর্বল হাঁটু সবল করেছ।

5. তবু এখন দুঃখ তোমার কাছে আসলে তুমি কাতর হচ্ছো;তা তোমাকে স্পর্শ করলে তুমি হতাশ হচ্ছো।

6. তোমার আল্লাহ্‌ ভয় কি তোমার প্রত্যাশা নয়?তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়?

7. মনে করে দেখ, কে নির্দোষ হয়ে বিনষ্ট হয়েছে?কোথায় সরলাচারীরা উচ্ছিন্ন হয়েছে?

8. আমি দেখেছি, যারা অধর্মরূপ চাষ করে,যারা অনিষ্ট বীজ বপন করে,তারা তা-ই কাটে।

9. তারা আল্লাহ্‌র ফুৎকারে বিনষ্ট হয়,তাঁর কোপের নিশ্বাসে ধ্বংস হয়ে যায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইউব 4