অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইউব 4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

ইলীফসের প্রথম কথা: হযরত আইউব গুনাহ্‌ করেছেন

1. পরে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

2. তোমার সঙ্গে কথা বলতে চেষ্টা করলেতুমি কি কাতর হবে?কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?

3. দেখ, তুমি অনেককে শিক্ষা দিয়েছ,তুমি দুর্বল হাত সবল করেছ।

4. তোমার কথা উচোট খাওয়া লোককে উঠিয়েছে,তুমি দুর্বল হাঁটু সবল করেছ।

5. তবু এখন দুঃখ তোমার কাছে আসলে তুমি কাতর হচ্ছো;তা তোমাকে স্পর্শ করলে তুমি হতাশ হচ্ছো।

6. তোমার আল্লাহ্‌ ভয় কি তোমার প্রত্যাশা নয়?তোমার পথের সিদ্ধতা কি তোমার আশাভূমি নয়?

7. মনে করে দেখ, কে নির্দোষ হয়ে বিনষ্ট হয়েছে?কোথায় সরলাচারীরা উচ্ছিন্ন হয়েছে?

8. আমি দেখেছি, যারা অধর্মরূপ চাষ করে,যারা অনিষ্ট বীজ বপন করে,তারা তা-ই কাটে।

9. তারা আল্লাহ্‌র ফুৎকারে বিনষ্ট হয়,তাঁর কোপের নিশ্বাসে ধ্বংস হয়ে যায়।

10. সিংহের গর্জন ও হিংস্র সিংহের হুঙ্কার রুদ্ধ হয়,যুব সিংহদের দাঁত ভেঙ্গে যায়।

11. খাদ্যের অভাবে পশুরাজ প্রাণত্যাগ করে,সিংহীর শাবকরা ছিন্নভিন্ন হয়।

12. আমার কাছে একটি কালাম গোপনে পৌঁছল,আমার কর্ণকুহরে তার কিছুটা আওয়াজ এল।

13. রাত্রিকালীন স্বপ্নদর্শনে যখন ভাবনা জন্মে,সমস্ত মানুষ যখন ঘুমের গভীরে নিমগ্ন হয়,

14. এমন সময়ে আমাতে ত্রাস জন্মাল ও আমি কাঁপতে লাগলাম,এতে আমার সমস্ত অস্থি কেঁপে উঠলো।

15. পরে আমার সম্মুখ দিয়ে একটা বাতাস চলে গেল,আমার শরীর রোমাঞ্চিত হল।

16. তা দাঁড়িয়ে থাকলো,কিন্তু আমি তার আকৃতি নির্ণয় করতে পারলাম না;একটি মূর্তি আমার দৃষ্টিগোচর হল,আমি মৃদু স্বর ও এই বাণী শুনলাম;

17. “আল্লাহ্‌র সম্মুখে কোন মানুষ কি ধার্মিক হতে পারে?নিজের নির্মাতার চেয়ে মানুষ কি খাঁটি হতে পারে?

18. দেখ, তিনি নিজের গোলামদেরকেও বিশ্বাস করেন না,তাঁর ফেরেশতাদের মধ্যেও ত্রুটির দোষারোপ করেন।

19. তবে যারা মাটির গৃহে বাস করে,যাদের গৃহের ভিত্তিমূল ধূলিতে স্থাপিত,যারা কীটের মত মর্দিত হয় তারা কি?তারা প্রভাত ও সন্ধ্যাবেলার মধ্যে চূর্ণ হয়;

20. তারা চিরতরে বিনষ্ট হয়,কেউ চিন্তা করে না।

21. তাদের অন্তরের দড়ি কি খোলা যায় না?তারা জ্ঞানহীন অবস্থায় ইন্তেকাল করে।”