ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 27:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. পরে তাঁরা পরামর্শ করে সেই টাকা দিয়ে বিদেশীদের একটা কবরস্থানের জন্য কুমারের জমি কিনলেন।

8. সেইজন্য সেই জমিকে আজও ‘রক্তের জমি’ বলা হয়।

9. এতে নবী ইয়ারমিয়ার মধ্য দিয়ে যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হল: “তারা ত্রিশটা রূপার টাকা নিল। এই টাকা তাঁর দাম। বনি-ইসরাইলরা তাঁর জন্য এই দাম ঠিক করেছিল।

10. মাবুদ যেমন আমাকে হুকুম দিয়েছিলেন সেইমতই তারা কুমারের জমির জন্য এই টাকাগুলো দিল।”

11. এদিকে ঈসা তখন প্রধান শাসনকর্তা পীলাতের সামনে দাঁড়িয়ে ছিলেন। শাসনকর্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ইহুদীদের বাদশাহ্‌?”ঈসা জবাব দিলেন, “আপনি ঠিকই বলছেন।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 27