ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 26:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. এই সব কথার শেষে ঈসা তাঁর সাহাবীদের বললেন,

2. “তোমরা তো জান আর দুই দিন পরেই উদ্ধার-ঈদ, আর ইব্‌ন্তেআদমকে ক্রুশের উপরে হত্যা করবার জন্য ধরিয়ে দেওয়া হবে।”

3-4. সেই সময়ে মহা-ইমাম কাইয়াফার বাড়ীতে প্রধান ইমামেরা ও ইহুদীদের বৃদ্ধ নেতারা একত্র হলেন এবং ঈসাকে গোপনে ধরে এনে হত্যা করবার ষড়যন্ত্র করলেন।

5. তবে তাঁরা বললেন, “ঈদের সময়ে নয়; তাতে লোকদের মধ্যে হয়তো গোলমাল শুরু হবে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 26