ওল্ড টেস্টামেন্ট

নববিধান

হিজরত 39:15-18 Kitabul Mukkadas (MBCL)

15. বুক-ঢাকনের জন্য তারা খাঁটি সোনা দড়ির মত পাকিয়ে দু’টা শিকল তৈরী করল।

16. তারা দু’টা সোনার জালি ও দু’টা সোনার কড়া তৈরী করল এবং কড়া দু’টা বুক-ঢাকনের উপরের দুই কোণায় লাগিয়ে দিল,

17. আর শিকল দু’টা সেই কড়া দু’টার সংগে আট্‌কে দিল।

18. এফোদের সামনের দিকে কাঁধের ফিতার উপর সোনার জালির সংগে শিকলের অন্য দিকটা আট্‌কে দেওয়া হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন হিজরত 39