ওল্ড টেস্টামেন্ট

নববিধান

শুমারী 1:4-16 Kitabul Mukkadas (MBCL)

4. প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে লোক তোমাকে সাহায্য করবে, আর সেই লোকটিকে হতে হবে তার বংশের নেতা।

5. যারা তোমাকে সাহায্য করবে তাদের নাম হল রূবেণ-গোষ্ঠীর শদেয়ূরের ছেলে ইলীষূর,

6. শিমিয়োন-গোষ্ঠীর সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল,

7. এহুদা-গোষ্ঠীর অম্মীনাদবের ছেলে নহশোন,

8. ইষাখর-গোষ্ঠীর সূয়ারের ছেলে নথনেল,

9. সবূলূন-গোষ্ঠীর হেলোনের ছেলে ইলীয়াব,

10. ইউসুফের ছেলেদের মধ্যে আফরাহীম-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে ইলীশামা আর মানশা-গোষ্ঠীর পদাহসূরের ছেলে গমলীয়েল,

11. বিন্যামীন-গোষ্ঠীর গিদিয়োনির ছেলে অবীদান,

12. দান-গোষ্ঠীর অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর,

13. আশের-গোষ্ঠীর অক্রণের ছেলে পগীয়েল,

14. গাদ-গোষ্ঠীর দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ,

15. আর নপ্তালি-গোষ্ঠীর ঐননের ছেলে অহীরঃ।”

16. বনি-ইসরাইলদের মধ্য থেকে এই সব লোকদের নিযুক্ত করা হল। এঁরা হলেন তাঁদের পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের কর্তা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন শুমারী 1