ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 11:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. ঠকামির দাঁড়িপাল্লা মাবুদ ঘৃণা করেন,কিন্তু ন্যায্য বাট্‌খারাতে তিনি খুশী হন।

2. অহংকারের সংগে সংগে অপমানও আসে,কিন্তু নম্রতার সংগে আসে জ্ঞান।

3. সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা,কিন্তু বেঈমান লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।

4. যেদিন আল্লাহ্‌র গজব নেমে আসবেসেই দিন ধন কোন উপকারে আসবে না,কিন্তু আল্লাহ্‌র প্রতি ভয় মৃত্যু থেকে রক্ষা করবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মেসাল 11