অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মেসাল 11 Kitabul Mukkadas (MBCL)

1. ঠকামির দাঁড়িপাল্লা মাবুদ ঘৃণা করেন,কিন্তু ন্যায্য বাট্‌খারাতে তিনি খুশী হন।

2. অহংকারের সংগে সংগে অপমানও আসে,কিন্তু নম্রতার সংগে আসে জ্ঞান।

3. সৎ লোকেরা পরিচালিত হয় তাদের সততার দ্বারা,কিন্তু বেঈমান লোকেরা ধ্বংস হয় নিজেদের ছলনার দ্বারা।

4. যেদিন আল্লাহ্‌র গজব নেমে আসবেসেই দিন ধন কোন উপকারে আসবে না,কিন্তু আল্লাহ্‌র প্রতি ভয় মৃত্যু থেকে রক্ষা করবে।

5. সৎ লোকদের আল্লাহ্‌-ভয় তাদের জন্য সোজা পথ তৈরী করে,কিন্তু দুষ্টদের পতন হয় তাদের দুষ্টতার দ্বারা।

6. সৎ লোকদের আল্লাহ্‌-ভয় তাদের রক্ষা করে,কিন্তু বেঈমান লোকেরা নিজেদের লোভের ফাঁদে পড়ে।

7. দুষ্ট লোক মরলে তার আশাও নষ্ট হয়ে যায়;তার শক্তির দরুন সে যে সব আশা করেছিল তা নষ্ট হয়ে যায়।

8. আল্লাহ্‌ভক্ত লোক কষ্ট থেকে উদ্ধার পায়,কিন্তু সেই কষ্ট দুষ্ট লোকের উপরে এসে পড়ে।

9. আল্লাহ্‌র প্রতি যার ভয় নেই সে মুখ দিয়েপ্রতিবেশীর সর্বনাশ করে,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক জ্ঞান দ্বারা রক্ষা পায়।

10. আল্লাহ্‌ভক্তদের উন্নতি হলে শহরে আনন্দ হয়,আর দুষ্টেরা ধ্বংস হলে লোকে আনন্দে চিৎকার করে।

11. সৎ লোকেরা আল্লাহ্‌র দোয়া পেলে শহরের উন্নতি হয়,কিন্তু দুষ্টদের মুখের দ্বারা শহরের সর্বনাশ হয়।

12. যে তার প্রতিবেশীকে তুচ্ছ করে তার বুদ্ধির অভাব আছে,কিন্তু যার বিচারবুদ্ধি আছে সে তার জিভ্‌ সামলায়।

13. যে পরের বিষয় নিয়ে অলোচনা করে সে গোপন কথা বলে দেয়,কিন্তু বিশ্বস্ত লোক কথা গোপন রাখে।

14. উপযুক্ত পরিচালনার অভাবে জাতি হেরে যায়,কিন্তু অনেক পরামর্শদাতা হলে জাতি উদ্ধার পায়।

15. যে অন্যের জামিন হয় সে নিশ্চয়ই কষ্ট পাবে,কিন্তু যে জামিন হতে অস্বীকার করে সে নিরাপদে থাকে।

16. সুন্দর স্বভাবের স্ত্রীলোক সম্মান লাভ করে,আর জুলুমবাজ লোকেরা ধন লাভ করে।

17. দয়ালু লোক নিজের উপকার করে,কিন্তু নিষ্ঠুর লোক নিজের ক্ষতি করে।

18. দুষ্ট লোক যা আয় করে তা মিথ্যা,কিন্তু যে আল্লাহ্‌-ভয়ের বীজ বোনেসে সত্যিই তার ফসল কাটবে।

19. যে আল্লাহ্‌-ভয়ে অটল সে পরিপূর্ণ জীবন পায়,কিন্তু যে খারাপীর পিছনে দৌড়ায় সে নিজের মৃত্যু ডেকে আনে।

20. যাদের অন্তর কুটিল মাবুদ তাদের ঘৃণা করেন,কিন্তু যারা নিখুঁত জীবন কাটায় তাদের উপর তিনি সন্তুষ্ট হন।

21. তোমরা নিশ্চয় জেনো দুষ্টেরা শাস্তি পাবেই পাবে,কিন্তু আল্লাহ্‌ভক্তেরা কোন শাস্তি পাবে না।

22. শূকরের নাকে সোনার নথ দিলে যেমন হয়,তেমনি হয় সেই সুন্দরী স্ত্রীলোক যার নেকী-বদীর বোধ নেই।

23. আল্লাহ্‌ভক্তের মনের ইচ্ছা উন্নতি বয়ে আনে,কিন্তু দুষ্ট লোকের আশার বদলেকেবল আল্লাহ্‌র গজব নেমে আসে।

24. যে কেউ খোলা হাতে দান করে সে আরও বেশী লাভ করে;আবার যে কেউ ন্যায্য খরচ করতে অস্বীকার করেসে অভাবে পড়ে।

25. যে খোলা হাতে দান করে তার উন্নতি হয়;যে অন্যকে তৃপ্ত করে সে নিজেও তৃপ্ত হয়।

26. যে লোক শস্য আটক করে রাখে লোকে তাকে বদদোয়া দেয়,কিন্তু যে তা বিক্রি করে সে দোয়ার পাত্র হয়।

27. যে ভালোর তালাশ করে সে দয়া পায়,কিন্তু যে খারাপীর তালাশ করে তার উপর তা-ই ঘটবে।

28. যে তার ধনের উপর ভরসা করে তার পতন হবে,কিন্তু আল্লাহ্‌ভক্ত লোক সবুজ পাতার মত সতেজ থাকবে।

29. যে তার পরিবারে কষ্ট নিয়ে আসেতার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না;আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের গোলাম হবে।

30. আল্লাহ্‌ভক্ত লোক অন্যদের কাছে জীবন্তগাছের মত;যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী।

31. এই দুনিয়াতেই যদি আল্লাহ্‌ভক্ত লোকদের পাওনা পেতে হয়,তবে দুষ্ট এবং গুনাহ্‌গার লোকেরা নিশ্চয়ই তাদের পাওনা পাবে।