ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 5:13-21-22 Kitabul Mukkadas (MBCL)

13. যুবকদের জাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে;ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।

14. শহর-দরজার কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না;যুবকেরা বাজনা বাজানো থামিয়েছে।

15. আমাদের দিল থেকে আনন্দ চলে গেছেআমরা নাচের বদলে শোক করছি।

16. আমাদের মাথা থেকে তাজ পড়ে গেছে।ঘৃণ্য আমরা, কারণ আমরা গুনাহ্‌ করেছি!

17. এইজন্য আমাদের দিল দুর্বল হয়ে গেছে,এই সব কারণে আমাদের চোখের তেজ কমে গেছে।

18. সিয়োন পাহাড় জনশূন্য হয়ে পড়ে আছে;শিয়ালেরা তার উপর ঘুরে বেড়ায়।

19. হে মাবুদ, তুমি চিরকাল রাজত্ব কর;তোমার সিংহাসন বংশের পর বংশ ধরে স্থায়ী।

20. তুমি কি চিরকালের জন্য আমাদের ভুলে যাবে?এতদিন ধরে কেন তুমি আমাদের ত্যাগ করে আছ?

21-22. হে মাবুদ, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক,যদি তুমি আমাদের উপর ভীষণ রাগ না করে থাক,তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাওযাতে আমরা ফিরে আসতে পারি;আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 5