অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 5 Kitabul Mukkadas (MBCL)

গুনাহের মাফের জন্য মুনাজাত

1. হে মাবুদ, আমাদের উপর যা ঘটেছে তা মনে করে দেখ;তুমি তাকাও, আমাদের অপমান দেখ।

2. আমাদের ভাগের সম্পত্তি বিদেশীদের হাতে দেওয়া হয়েছে,আর বাড়ী-ঘর দেওয়া হয়েছে ভিন্ন জাতির লোকদের।

3. আমরা এতিম হয়েছি, আমাদের পিতা নেই,আমাদের মায়েরা বিধবা হয়েছে।

4. আমাদের খাবার পানি কিনে খেতে হয়;কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।

5. যারা আমাদের তাড়া করছেতারা আমাদের কাছে এসে পড়েছে;আমরা ক্লান্ত হয়েছি, বিশ্রাম পাচ্ছি না।

6. যথেষ্ট খাবার পাবার জন্যআমরা মিসর ও আশেরিয়ার অধীন হয়েছি।

7. আমাদের পূর্বপুরুষেরা গুনাহ্‌ করেছিলেন;তাঁরা এখন আর নেই,কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।

8. গোলামেরা আমাদের শাসন করছে;তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।

9. মরুভূমিতে ডাকাতদের ভয়েপ্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।

10. আমাদের চামড়া তুন্দুরের মত গরম;খিদের জ্বালায় জ্বর জ্বর বোধ করি।

11. সিয়োনে স্ত্রীলোকদের নষ্ট করা হয়েছে;এহুদার গ্রাম ও শহরে নষ্ট করা হয়েছে অবিবাহিতা মেয়েদের।

12. উঁচু পদের কর্মচারীদের হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে;বৃদ্ধ নেতাদের সম্মান দেখানো হয় নি।

13. যুবকদের জাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে;ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।

14. শহর-দরজার কাছে বৃদ্ধ নেতারা আর বসেন না;যুবকেরা বাজনা বাজানো থামিয়েছে।

15. আমাদের দিল থেকে আনন্দ চলে গেছেআমরা নাচের বদলে শোক করছি।

16. আমাদের মাথা থেকে তাজ পড়ে গেছে।ঘৃণ্য আমরা, কারণ আমরা গুনাহ্‌ করেছি!

17. এইজন্য আমাদের দিল দুর্বল হয়ে গেছে,এই সব কারণে আমাদের চোখের তেজ কমে গেছে।

18. সিয়োন পাহাড় জনশূন্য হয়ে পড়ে আছে;শিয়ালেরা তার উপর ঘুরে বেড়ায়।

19. হে মাবুদ, তুমি চিরকাল রাজত্ব কর;তোমার সিংহাসন বংশের পর বংশ ধরে স্থায়ী।

20. তুমি কি চিরকালের জন্য আমাদের ভুলে যাবে?এতদিন ধরে কেন তুমি আমাদের ত্যাগ করে আছ?

21-22. হে মাবুদ, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক,যদি তুমি আমাদের উপর ভীষণ রাগ না করে থাক,তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাওযাতে আমরা ফিরে আসতে পারি;আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও।