ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 2:13-18 Kitabul Mukkadas (MBCL)

13. হে জেরুজালেম-কন্যা, আমি কি কথা বলে তোমার পক্ষ নেব?কিসের সংগে আমি তোমার তুলনা করব?হে সিয়োন্তকন্যা, তোমাকে সান্ত্বনা দেবার জন্যআমি কিসের সংগে তোমাকে সমান করে দেখব?তোমার আঘাত সাগরের মত বড়;কে তোমাকে সুস্থ করতে পারে?

14. তোমার নবীদের দর্শন মিথ্যা ও বাজে;তোমার বন্দীদশা যাতে দূর হয়ে যায়সেজন্য তারা তোমার গুনাহ্‌ দেখিয়ে দেয় নি।ভবিষ্যদ্বাণী হিসাবে তারা যা তোমাদের বলেছে তা মিথ্যা;তা তোমাদের ভুল পথে চালিয়েছে।

15. যারা তোমার পাশ দিয়ে যায়তারা তোমাকে দেখে হাততালি দেয়;তারা জেরুজালেম-কন্যাকে দেখে ঠাট্টা-বিদ্রূপ করেআর মাথা নেড়ে বলে,“এ কি সেই শহর যাকে বলা হত সেরা সুন্দরী,যাকে নিয়ে সারা দুনিয়া আনন্দ করত?”

16. তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে হা করেছে;তারা ঠাট্টা-বিদ্রূপ করে দাঁতে দাঁত ঘষে বলে,“ওকে আমরা গিলে ফেলেছি।এই দিনের জন্যই আমরা অপেক্ষা করে ছিলামআর তা দেখতে পেলাম।”

17. মাবুদ তাঁর পরিকল্পনামতই কাজ করেছেন;যে কথা তিনি অনেক আগেই বলেছিলেনসেই কথা পূর্ণ করেছেন।তিনি মমতা না করেই তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন;শত্রুকে তোমার বিরুদ্ধে তিনি আনন্দ করতে দিয়েছেন,তোমার বিপক্ষদের শক্তি বাড়িয়ে দিয়েছেন।

18. তোমার লোকদের অন্তর মাবুদের কাছে কেঁদে কেঁদে বলেছে,“হে সিয়োন্তকন্যার দেয়াল,তোমার চোখের পানি দিনরাত নদীর মত বয়ে যাক;তোমার নিজেকে শান্তি পেতে দিয়ো না,চোখকেও বিশ্রাম দিয়ো না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মাতম 2