অধ্যায়

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5

ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মাতম 2 Kitabul Mukkadas (MBCL)

জেরুজালেমের শাস্তি

1. হায়, মাবুদ কিভাবে তাঁর রাগেসিয়োন্তকন্যাকে অন্ধকারে ঢেকে ফেলেছেন!ইসরাইলের জাঁকজমক তিনি আসমান থেকে দুনিয়াতে ফেলে দিয়েছেন।তাঁর রাগের দিনে তাঁর পা রাখবার জায়গাকেতিনি মনে রাখেন নি।

2. ইয়াকুবের সব বাসস্থান মাবুদ গ্রাস করেছেন,কোন মমতা করেন নি।এহুদা-কন্যার কেল্লাগুলো তাঁর উপ্‌চে পড়া রাগে তিনি ভেংগে ফেলেছেন,সেগুলো তিনি মাটিতে ফেলে ধ্বংস করেছেন।তাঁর রাজ্য ও নেতাদেরতিনি অসম্মানের মধ্যে ফেলে দিয়েছেন।

3. জ্বলন্ত রাগে তিনি ইসরাইলের সমস্ত শক্তিনষ্ট করে দিয়েছেন।শত্রু এগিয়ে আসতে থাকলেতাঁর শক্তিশালী হাত তিনি গুটিয়ে নিয়েছেন।চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলা আগুনের শিখার মততিনি ইয়াকুবের মধ্যে জ্বলে উঠেছেন।

4. শত্রুর মত করে তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন,তাঁর শক্তিশালী হাত ঠিক করেছেন।যাদের দেখে তারা আনন্দ পেততাদের তিনি মেরে ফেলেছেন।সিয়োন্তকন্যার তাম্বুর মধ্যেতিনি আগুনের মত করে তাঁর গজব ঢেলে দিয়েছেন।

5. মাবুদ শত্রুর মত হয়েছেন;তিনি ইসরাইলকে গ্রাস করেছেন।তিনি গ্রাস করেছেন তার সব বড় বড় বাড়ীগুলোআর ধ্বংস করে দিয়েছেন তার সব কেল্লা।তিনি এহুদা-কন্যার শোক ও বিলাপ বাড়িয়ে দিয়েছেন।

6. তিনি বাগানের গাছের মত করে তাঁর বাসস্থানকে উপ্‌ড়ে ফেলেছেন;ধ্বংস করে দিয়েছেন তাঁর নির্দিষ্ট মিলন স্থানকে।মাবুদ সিয়োনকে তার সব ঈদ ও বিশ্রামবারের কথা ভুলিয়ে দিয়েছেন;ভয়ংকর রাগে বাদশাহ্‌ ও ইমামকেতিনি অগ্রাহ্য করেছেন।

7. মাবুদ তাঁর কোরবানগাহ্‌কে অগ্রাহ্য করেছেন,ত্যাগ করেছেন তাঁর পবিত্র জায়গা।তাঁর কেল্লাগুলোর সমস্ত দেয়াল তিনি শত্রুর হাতে তুলে দিয়েছেন।ঈদের দিনের মত করে শত্রুরা মাবুদের ঘরে চিৎকার করছে।

8. সিয়োন্তকন্যার চারপাশের দেয়াল ভেংগে ফেলাইমাবুদ স্থির করেছেন।তিনি মাপের দড়ি দিয়ে মেপেছেনআর ধ্বংস করবার কাজে নিজের হাতকে থামিয়ে রাখেন নি।তিনি সিয়োনের কেল্লা ও দেয়ালকে বিলাপ করিয়েছেন;সেগুলো একসংগে দুর্বল হয়ে পড়েছে।

9. তার দরজাগুলো মাটিতে ঢেকে গেছে;আগলগুলো তিনি ভেংগে নষ্ট করে দিয়েছেন।তার বাদশাহ্‌ ও নেতারা জাতিদের মধ্যে বন্দী হয়ে আছে;শরীয়ত বলতে কিছু নেই;তার নবীরা মাবুদের কাছ থেকে আর দর্শন পায় না।

10. সিয়োন্তকন্যার বৃদ্ধ নেতারা চুপ করে মাটিতে বসে আছেন।তাঁরা নিজেদের মাথায় ধুলা ছড়িয়েছেনআর ছালার চট পরেছেন।জেরুজালেমের যুবতী মেয়েরাদুঃখে মাটিতে মাথা ঠেকিয়েছে।

11. কাঁদতে কাঁদতে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে,আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে;আমার লোকেরা ধ্বংস হয়েছে,আর ছেলেমেয়েরা ও শিশুরা শহরের খোলা জায়গাগুলোতেঅজ্ঞান হয়ে পড়ে আছে।সেইজন্য আমার দিল যেন মাটিতে ঢেলে পড়ছে।

12. তারা তাদের মায়েদের বলে,“রুটি আর আংগুর-রস কোথায়?”এই বলে তারা শহরের খোলা জায়গাগুলোতে আহত লোকের মতঅজ্ঞান হয়ে পড়ছে;মায়ের কোলের মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।

13. হে জেরুজালেম-কন্যা, আমি কি কথা বলে তোমার পক্ষ নেব?কিসের সংগে আমি তোমার তুলনা করব?হে সিয়োন্তকন্যা, তোমাকে সান্ত্বনা দেবার জন্যআমি কিসের সংগে তোমাকে সমান করে দেখব?তোমার আঘাত সাগরের মত বড়;কে তোমাকে সুস্থ করতে পারে?

14. তোমার নবীদের দর্শন মিথ্যা ও বাজে;তোমার বন্দীদশা যাতে দূর হয়ে যায়সেজন্য তারা তোমার গুনাহ্‌ দেখিয়ে দেয় নি।ভবিষ্যদ্বাণী হিসাবে তারা যা তোমাদের বলেছে তা মিথ্যা;তা তোমাদের ভুল পথে চালিয়েছে।

15. যারা তোমার পাশ দিয়ে যায়তারা তোমাকে দেখে হাততালি দেয়;তারা জেরুজালেম-কন্যাকে দেখে ঠাট্টা-বিদ্রূপ করেআর মাথা নেড়ে বলে,“এ কি সেই শহর যাকে বলা হত সেরা সুন্দরী,যাকে নিয়ে সারা দুনিয়া আনন্দ করত?”

16. তোমার সব শত্রুরা তোমার বিরুদ্ধে মুখ বড় করে হা করেছে;তারা ঠাট্টা-বিদ্রূপ করে দাঁতে দাঁত ঘষে বলে,“ওকে আমরা গিলে ফেলেছি।এই দিনের জন্যই আমরা অপেক্ষা করে ছিলামআর তা দেখতে পেলাম।”

17. মাবুদ তাঁর পরিকল্পনামতই কাজ করেছেন;যে কথা তিনি অনেক আগেই বলেছিলেনসেই কথা পূর্ণ করেছেন।তিনি মমতা না করেই তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন;শত্রুকে তোমার বিরুদ্ধে তিনি আনন্দ করতে দিয়েছেন,তোমার বিপক্ষদের শক্তি বাড়িয়ে দিয়েছেন।

18. তোমার লোকদের অন্তর মাবুদের কাছে কেঁদে কেঁদে বলেছে,“হে সিয়োন্তকন্যার দেয়াল,তোমার চোখের পানি দিনরাত নদীর মত বয়ে যাক;তোমার নিজেকে শান্তি পেতে দিয়ো না,চোখকেও বিশ্রাম দিয়ো না।

19. ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো;মাবুদের সামনে পানির মত ঢেলে দাও তোমার দিল।তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায়রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে,তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”

20. হে মাবুদ, তাকাও, ভেবে দেখ,তুমি তো আর কারও প্রতি এই রকম ব্যবহার কর নি?স্ত্রীলোকেরা কি তাদের নিজেদের সন্তানদের খাবেযাদের তারা লালন-পালন করেছে?দীন-দুনিয়ার মালিকের পবিত্র জায়গায় কিইমাম ও নবীদের হত্যা করা হবে?

21. ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে;আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে।তোমার রাগের দিনে তুমি তাদের মেরে ফেলেছ;তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।

22. ঈদের দিনে যেমন তুমি লোকদের জমায়েত করতেমনি আমার চারপাশে তুমি নানা রকম ভীষণ ভয় জড়ো করেছ।মাবুদের রাগের দিনেকেউ রেহাই পায় নি কিংবা বেঁচে থাকে নি;যাদের আমি লালন-পালন ও যত্ন করতামআমার শত্রু তাদের ধ্বংস করে দিয়েছে।