ওল্ড টেস্টামেন্ট

নববিধান

নহিমিয়া 7:42-59 Kitabul Mukkadas (MBCL)

42. হারীমের এক হাজার সতেরো জন।

43. লেবীয়দের সংখ্যা এই: ইউসার বংশের কদ্‌মীয়েল ও হোদবিয়ের বংশের লোকেরা চুয়াত্তর জন।

44. কাওয়ালদের সংখ্যা এই: আসফের বংশের একশো আটচল্লিশ জন।

45. বায়তুল-মোকাদ্দসের রক্ষীদের সংখ্যা একশো আটত্রিশ জন। এরা হল শল্লুম, আটের, টল্‌মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশের লোক।

46. বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা: এরা হল সীহ, হসূফা ও টব্বায়োতের বংশধরেরা;

47. কেরোস, সীয় ও পাদোনের বংশধরেরা;

48. লবানা, হগাব ও শল্‌ময়ের বংশধরেরা;

49. হানন, গিদ্দেল ও গহরের বংশধরেরা;

50. রায়া, রৎসীন ও নকোদের বংশধরেরা;

51. গসম, আওস ও পাসেহের বংশধরেরা;

52. বেষয়, মিয়ূনীম ও নফুষযীমের বংশধরেরা;

53. বকবুক, হকূফা ও হর্হূরের বংশধরেরা;

54. বসলীত, মহীদা ও হর্শার বংশধরেরা;

55. বর্কোস, সীষরা ও তেমহের বংশধরেরা;

56. নৎসীহ ও হটীফার বংশধরেরা।

57. সোলায়মানের চাকরদের বংশধরেরা: এরা হল সোটয়, সোফেরত, পরীদা,

58. যালা, দর্কোন, গিদ্দেল,

59. শফটিয়, হটীল, পোখেরৎ-হৎসবায়ীম ও আমোনের বংশধরেরা।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন নহিমিয়া 7