ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 28:1-8 Kitabul Mukkadas (MBCL)

1. “রূপার খনি আছেআর সোনা পরিষ্কার করবার জায়গাও আছে।

2. মাটি থেকে লোহা তোলা হয়,আর ধাতু-পাথর গলিয়ে বের করা হয় তামা।

3. দুনিয়ার গভীরে ঘন কালো অন্ধকারে যা রয়েছেমানুষ অন্ধকার দূর করে সেই দামী পাথরের খোঁজ করে।

4. মানুষের বাসস্থান থেকে দূরে যেখানে মানুষ যায় নাসেখানে সে গর্ত খোঁড়ে,আর সেই গর্তের মধ্যে সে ঝুলতে ও দুলতে থাকে।

5. যে দুনিয়ার উপরে ফসল জন্মে,মানুষ সেই দুনিয়ার গভীরে আগুন দিয়ে ভেংগে চুরমার করে।

6. দুনিয়ার পাথরের মধ্যে নীলকান্তমণি থাকে,আর মাটির মধ্যে থাকে সোনা।

7. খনির গোপন পথ শকুন জানে না,কোন বাজপাখীর চোখ তা দেখে নি;

8. কোন হিংস্র পশু সেখানে পা রাখে নি,কোন সিংহও সেখানে যায় নি।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 28