ওল্ড টেস্টামেন্ট

নববিধান

১ তীমথিয় 3:10-16 পবিত্র বাইবেল (SBCL)

10. তাঁদের আগে যাচাই করে দেখতে হবে, তারপর যদি তাঁরা নির্দোষ বলে প্রমাণিত হন তবে পরিচারক হতে পারবেন।

11. ঠিক সেইভাবে তাঁদের স্ত্রীরাও যেন সম্মানের যোগ্যা হন। তাঁরা যেন অন্যের দুর্নাম করে না বেড়ান এবং নিজেদের দমনে রাখেন। সব বিষয়ে যেন তাঁদের বিশ্বাস করা যায়।

12. পরিচারকেরও মাত্র একজন স্ত্রী থাকবে। তিনি যেন ভাল ভাবে তাঁর ছেলেমেয়েদের ও সংসার পরিচালনা করেন।

13. যে পরিচারক ভাল ভাবে কাজ করেন তিনি সম্মান লাভ করেন এবং খ্রীষ্ট যীশুর উপর বিশ্বাসের দরুন তাঁর অন্তর সাহসে পূর্ণ হয়।

14-15. আমি আশা করছি শীঘ্রই তোমার কাছে যেতে পারব। কিন্তু যদি কোন কারণে আমার যেতে দেরি হয় সেইজন্য আমি তোমার কাছে এই সব লিখছি, যেন তুমি জানতে পার ঈশ্বরের পরিবারের লোকদের চালচলন কি রকম হওয়া উচিত। এই পরিবার হল জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, যা ভিত্তি ও খুঁটির মত ঈশ্বরের সত্যকে ধরে রাখে।

16. খ্রীষ্টীয় ধর্ম-বিশ্বাসের গুপ্ত সত্য যে মহান তা অস্বীকার করা যায় না। সেই সত্য এই-তিনি মানুষ হিসাবে প্রকাশিত হলেন;তিনি যে নির্দোষ পবিত্র আত্মা তা প্রমাণ করলেন;স্বর্গদূতেরা তাঁকে দেখেছিলেন;সমস্ত জাতির কাছে তাঁর বিষয় প্রচার করা হয়েছিল;জগতে তাঁর উপর লোকেরা বিশ্বাস করেছিল;স্বর্গে তাঁকে মহিমার সংগে তুলে নেওয়া হয়েছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ তীমথিয় 3