ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 8:52-56 পবিত্র বাইবেল (SBCL)

52. সবাই মেয়েটির জন্য কান্নাকাটি ও বিলাপ করছিল। তখন যীশু বললেন, “আর কেঁদো না। মেয়েটি মারা যায় নি, ঘুমাচ্ছে।”

53. লোকেরা ঠাট্টা করতে লাগল, কারণ তারা জানত মেয়েটি মারা গেছে।

54. পরে যীশু মেয়েটির হাত ধরে ডেকে বললেন, “খুকী, ওঠো।”

55. এতে মেয়েটির প্রাণ ফিরে আসল, আর সে তখনই উঠে দাঁড়াল। তখন যীশু আদেশ করলেন যেন মেয়েটিকে কিছু খেতে দেওয়া হয়।

56. মেয়েটির মা-বাবা খুব অবাক হয়ে গিয়েছিলেন, কিন্তু যীশু তাঁদের বারণ করে দিলেন যেন এই ঘটনার কথা তাঁরা কাউকে না বলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 8