ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 4:16-23 পবিত্র বাইবেল (SBCL)

16. এর পরে যীশু নাসরতে গেলেন। এখানেই তিনি বড় হয়েছিলেন। তিনি নিজের নিয়ম মত বিশ্রামবারে সমাজ-ঘরে গেলেন, তারপর শাস্ত্র পাঠ করবার জন্য উঠে দাঁড়ালেন।

17. তাঁর হাতে নবী যিশাইয়ের লেখা বইখানা দেওয়া হল। গুটিয়ে-রাখা বইখানা খুলেই তিনি সেই জায়গাটা পেলেন যেখানে লেখা আছে,

18. “প্রভুর আত্মা আমার উপরে আছেন,কারণ তিনিই আমাকে নিযুক্ত করেছেনযেন আমি গরীবদের কাছে সুখবর প্রচার করি।তিনি আমাকে বন্দীদের কাছে স্বাধীনতার কথা,অন্ধদের কাছে দেখতে পাবার কথাঘোষণা করতে পাঠিয়েছেন।যাদের উপর অত্যাচার হচ্ছে,তিনি আমাকে তাদের মুক্ত করতে পাঠিয়েছেন।

19. এছাড়া প্রভু আমাকে ঘোষণা করতে পাঠিয়েছেন যে,এখন তাঁর দয়া দেখাবার সময় হয়েছে।”

20. তারপর তিনি বইখানা আবার গুটিয়ে কর্মচারীর হাতে দিয়ে বসে পড়লেন। সমাজ-ঘরের প্রত্যেকটি লোকের চোখ তাঁর উপরে পড়ল।

21. তখন যীশু লোকদের বললেন, “পবিত্র শাস্ত্রের এই কথা আজ আপনারা শুনবার সংগে সংগেই তা পূর্ণ হল।”

22. লোকেরা সবাই তাঁর প্রশংসা করল এবং তাঁর মুখে এই সব সুন্দর সুন্দর কথা শুনে আশ্চর্য হল। তারা বলল, “এ কি যোষেফের ছেলে নয়?”

23. যীশু তাদের বললেন, “আপনারা এই চলতি কথাটা নিশ্চয়ই আমাকে বলবেন, ‘ডাক্তার, নিজেকে সুস্থ কর।’ আরও বলবেন, ‘কফরনাহূমে যে সব কাজ করবার কথা আমরা শুনেছি সেই সব এখন নিজের গ্রামেও করে দেখাও।’ ”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 4