ওল্ড টেস্টামেন্ট

নববিধান

লূক 4:10-13 পবিত্র বাইবেল (SBCL)

10. কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে,তিনি তাঁর দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেনযেন তাঁরা তোমাকে রক্ষা করেন।

11. তাঁরা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেনযাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে।”

12. যীশু তাকে বললেন, “পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, ‘তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেয়ো না।’ ”

13. সমস্ত রকম লোভ দেখানো শেষ করে শয়তান অল্প সময়ের জন্য যীশুর কাছ থেকে চলে গেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লূক 4