ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যোহন 11:36-40 পবিত্র বাইবেল (SBCL)

36. তাতে যিহূদীরা বলল, “দেখ, উনি লাসারকে কত ভালবাসতেন।”

37. কিন্তু যিহূদীদের মধ্যে কেউ কেউ বলল, “অন্ধের চোখ যিনি খুলে দিয়েছেন তিনি কি এমন কিছু করতে পারতেন না যাতে লোকটি মারা না যেত?”

38. এতে যীশু অন্তরে আবার অস্থির হলেন এবং কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা। সেই গুহার মুখে একটা পাথর বসানো ছিল।

39. যীশু বললেন, “পাথরখানা সরাও।”যিনি মারা গেছেন তাঁর বোন মার্থা যীশুকে বললেন, “প্রভু, এখন দুর্গন্ধ হয়েছে, কারণ চার দিন হল সে মারা গেছে।”

40. যীশু মার্থাকে বললেন, “আমি কি তোমাকে বলি নি, যদি তুমি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যোহন 11