ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যোহন 11:29-31 পবিত্র বাইবেল (SBCL)

29. মরিয়ম এই কথা শুনে তাড়াতাড়ি উঠে যীশুর কাছে গেলেন। যীশু তখনও গ্রামে এসে পৌঁছান নি;

30. মার্থা যেখানে তাঁর সংগে দেখা করেছিলেন সেখানেই ছিলেন।

31. যে যিহূদীরা মরিয়মের সংগে ঘরে থেকে তাঁকে সান্ত্বনা দিচ্ছিল তারা মরিয়মকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তাঁর পিছনে পিছনে গেল। তারা ভাবল, মরিয়ম কবরের কাছে কাঁদতে যাচ্ছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যোহন 11