ওল্ড টেস্টামেন্ট

নববিধান

যোহন 1:9-11 পবিত্র বাইবেল (SBCL)

9. সেই আসল আলো, যিনি প্রত্যেক মানুষকে আলো দান করেন, তিনি জগতে আসছিলেন।

10. তিনি জগতেই ছিলেন এবং জগৎ তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল, তবু জগতের মানুষ তাঁকে চিনল না।

11. তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন যোহন 1