ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মার্ক 11:8-11 পবিত্র বাইবেল (SBCL)

8. অনেক লোক তাদের গায়ের চাদর রাস্তার উপরে বিছিয়ে দিল, আর অন্যেরা মাঠের গাছপালা থেকে পাতা সুদ্ধ ডাল কেটে এনে পথে ছড়িয়ে দিল।

9. যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল,“হোশান্না! প্রভুর নামে যিনি আসছেন তাঁর গৌরব হোক।

10. আমাদের পিতা দায়ূদের যে রাজ্য আসছে তার গৌরব হোক।স্বর্গেও হোশান্না!”

11. যীশু যিরূশালেমে গিয়ে উপাসনা-ঘরে ঢুকলেন এবং চারদিকের সব কিছুই লক্ষ্য করলেন, কিন্তু বেলা গিয়েছিল বলে তাঁর বারোজন শিষ্যকে নিয়ে তিনি বৈথনিয়াতে চলে গেলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মার্ক 11