ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 5:4-14 পবিত্র বাইবেল (SBCL)

4. যারা দুঃখ করে তারা ধন্য,কারণ তারা সান্ত্বনা পাবে।

5. যাদের স্বভাব নম্র তারা ধন্য,কারণ পৃথিবী তাদেরই হবে।

6. যারা মনে-প্রাণে ঈশ্বরের ইচ্ছামত চলতে চায় তারা ধন্য,কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে।

7. দয়ালু যারা তারা ধন্য,কারণ তারা দয়া পাবে।

8. যাদের অন্তর খাঁটি তারা ধন্য,কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে।

9. লোকদের জীবনে শান্তি আনবার জন্যযারা পরিশ্রম করে তারা ধন্য,কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবেন।

10. ঈশ্বরের ইচ্ছামত চলতে গিয়েযারা অত্যাচার সহ্য করে তারা ধন্য,কারণ স্বর্গ-রাজ্য তাদেরই।

11. “তোমরা ধন্য, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও অত্যাচার করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম মন্দ কথা বলে।

12. তোমরা আনন্দ কোরো ও খুশী হোয়ো, কারণ স্বর্গে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন লোকে তাঁদেরও এইভাবে অত্যাচার করত।

13. “তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে কেমন করে তা আবার নোন্‌তা করা যাবে? সেই লবণ আর কোন কাজে লাগে না। তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ে মাড়াবার উপযুক্ত হয়।

14. “তোমরা জগতের আলো। পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 5