ওল্ড টেস্টামেন্ট

নববিধান

মথি 5:1-9 পবিত্র বাইবেল (SBCL)

1. যীশু অনেক লোক দেখে পাহাড়ের উপর উঠলেন। তিনি বসলে পর তাঁর শিষ্যেরা তাঁর কাছে আসলেন।

2. তখন তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে লাগলেন:

3. “অন্তরে যারা নিজেদের গরীব মনে করে তারা ধন্য,কারণ স্বর্গ-রাজ্য তাদেরই।

4. যারা দুঃখ করে তারা ধন্য,কারণ তারা সান্ত্বনা পাবে।

5. যাদের স্বভাব নম্র তারা ধন্য,কারণ পৃথিবী তাদেরই হবে।

6. যারা মনে-প্রাণে ঈশ্বরের ইচ্ছামত চলতে চায় তারা ধন্য,কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে।

7. দয়ালু যারা তারা ধন্য,কারণ তারা দয়া পাবে।

8. যাদের অন্তর খাঁটি তারা ধন্য,কারণ তারা ঈশ্বরকে দেখতে পাবে।

9. লোকদের জীবনে শান্তি আনবার জন্যযারা পরিশ্রম করে তারা ধন্য,কারণ ঈশ্বর তাদের নিজের সন্তান বলে ডাকবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 5