ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রেরিত্‌ 27:32-38 পবিত্র বাইবেল (SBCL)

32. তখন সৈন্যেরা নৌকার দড়ি কেটে দিল যাতে নৌকাটা জলে পড়ে যায়।

33. সকাল হবার আগে পৌল সকলকে কিছু খাওয়ার অনুরোধ করে বললেন, “আজ চৌদ্দ দিন হল, কি হবে না হবে সেই চিন্তা করে আপনারা না খেয়ে আছেন-কোন খাবারই খান নি।

34. এখন আমি আপনাদের কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করছি। বেঁচে থাকবার জন্য আপনাদের তো কিছু খাওয়া দরকার। দেখবেন, আপনাদের মাথার একটা চুল পর্যন্ত নষ্ট হবে না।”

35. এই কথা বলে পৌল রুটি নিয়ে তাদের সকলের সামনেই ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং তা ভেংগে খেতে লাগলেন।

36. তখন তারা সবাই সাহস পেয়ে খেতে লাগল।

37. আমরা জাহাজে মোট দু’শো ছিয়াত্তরজন ছিলাম।

38. সবাই পেট ভরে খেলে পর জাহাজের ভার কমাবার জন্য সমস্ত গম সাগরে ফেলে দেওয়া হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রেরিত্‌ 27