ওল্ড টেস্টামেন্ট

নববিধান

প্রকাশিত বাক্য 2:26-27-29 পবিত্র বাইবেল (SBCL)

26-27. পিতা যেমন আমাকে সব জাতির উপরে কর্তৃত্ব দিয়েছেন, তেমনি যে জয়ী হবে এবং আমি যা চাই তা শেষ পর্যন্ত করতে থাকবে তাকেও আমি সেই কর্তৃত্ব দেব। সে লোহার দণ্ড দিয়ে তাদের শাসন করবে এবং মাটির পাত্রের মত তাদের চুরমার করে ফেলবে।

28. যে জয়ী হবে তাকে আমি ভোরের তারাও দেব।

29. যার শুনবার কান আছে সে শুনুক, পবিত্র আত্মা মণ্ডলীগুলোকে কি বলছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন প্রকাশিত বাক্য 2